চীনের জাতীয় মানোন্নয়ন ব্যবস্থাপনা কমিটির মহাপরিচালক লিউ পিং চুন সম্প্রতি ফু চৌতে বলেছেন , বর্তমানে চীনের বহু মানদন্ড সেকেলে হয়ে গেছে আগামী কয়েক বছরের মধ্যে চীনের ২১ হাজার মানদন্ডের মধ্যে ৯ হাজার ৫ শ'রও বেশি মানদন্ড সংশোধিত হবে । এ বছর ও আগামী বছর চীনে ৬ হাজারেরও বেশি নতুন মানদন্ড প্রণীত হবে ।
লিউ পিং চুন বলেন , যত তাড়াতাড়ি সম্ভব দেশের বিজ্ঞানসম্মত , একক ও শক্তিশালী মানদন্ড ব্যবস্থা গড়ে তুলতে হবে । জাতীয় মানদন্ড সংশোধনের প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত গতিতে সর্বশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য এবং কারিগরি অগ্রগতির সুফল ব্যবহার করা হবে ।
|