বর্তমানে চীনের কৃষকদের পেশাগত সহযোগিতামূলক সংস্থা দেড় লাখেরও বেশি । সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের সংবাদদাতা এ খবর পেয়েছেন ।
জানা গেছে, চীনের কৃষকদের পেশাগত সহযোগিতা সংস্থার ত কোটি ৮০ লাখেরও বেশি কৃষক পরিবার নিয়ে গঠিত ,যা চীনের মোট কৃষক পরিবারের সংখ্যার ১৫ শতাংশেরও বেশি । কৃষকদের পেশাগত সহযোগিতা সংস্থা সদস্যদের জন্য একসাথে রাসায়নিক সার, ফীড, কীটনাশক ওষুধ, পশুদের ওষুধসহ বিভিন্ন পণ্যদ্রব্য কেনে এবং খাদ্যশস্য, সবজি, ফল, মাংস, ডিম , দুধ ও জলজ পণ্যসহ উত্পাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করে । তা ছাড়া, সংস্থার সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হয় ।
জানা গেছে, গত বছর চীনের কৃষকদের পেশাগত সহযোগিতা সংস্থার আয় ৩২ বিলিয়ন ইউয়ানেরও বেশি এবং সংস্থার সদস্যদের আয় সাধারণ কৃষক পরিবারের চেয়ে ২০ শতাংশেরও বেশি ।
(ছাও ইয়ান হুয়া)
|