জাপান , যুক্তরাষ্ট্র, ফ্রান্স , বৃটেন , অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড--এই ছয় জাতির যৌথ সামরিক মহড়া ১৩ অক্টোবর জাপানের টোকিওর ইজোশিমা দ্বীপের জলসীমায় শুরু হয়েছে । বিধ্বংসী অস্ত্রশস্ত্রবাহীজাহাজগুলোকে সনাক্ত করা ও বাধা দেয়া এবারের মহড়ার প্রধান উদ্দেশ্য ।
তিনদিনব্যাপী মহড়াটিতে জাপানের আত্মরক্ষী দলের রণতরি , পর্যবেক্ষণ বিমান ও বিশেষ অস্ত্র প্রতিরোধ দল ছাড়াও সামুদ্রিক নিরাপত্তা বিভাগ ও পুলিশ বিভাগ মহড়ায় অংশ নিয়েছে । তাছাড়া যুক্তরাষ্ট্র , ফ্রান্স , বৃটেন ,আষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজও মহড়াটিতে অংশ নিচ্ছে । ৩০টিরও বেশি দেশের পর্যবেক্ষকরা ঘটনাস্থলেমহড়াটি পরিদর্শন করছেন । এ নিয়ে জাপানে দ্বিতীয়বারের মতো এই সামরিক মহড়া হচ্ছে।
জাপান সরকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জাপানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে , বিধ্বংসী অস্ত্রশস্ত্রবাহী জাহাজ বাধা দেয়ার প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় । --চুং শাওলি
|