চীনের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক কৃষি পণ্য মেলা ১৩ অক্টোবর শানতুং প্রদেশের চিনান শহরে শুরু হয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , এই মেলাকে উন্নত মানের আন্তর্জাতিক কৃষি পণ্যমেলাতে পরিণত করার চেষ্টা চালাতে হবে ।
মেলাটি পরিদর্শন করার সময় তিনি বলেন , চীনের আন্তর্জাতিক কৃষি পণ্য মেলা চীনের কৃষি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নের ফলাফল দেখানোর জন্যএকটি গুরুত্বপূর্ণ জানালা । গত কয়েক বছরে চীনের কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা বিপুলমাত্রায় উন্নত হয়েছে । বর্তমান ও পরবর্তী সময়ে বিভিন্ন বিভাগকে অব্যাহতভাবে কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা তদারকীর কাজ জোরদার করতে হবে এবং চীনের কৃষিজাত দ্রব্যের মান এক নতুন পর্যায়ে উন্নীত করতে হবে ।
" সবুজ কৃষি, সুষম গ্রাম" শিরোনামে মেলাটিতে ২০০২ সালের পরবর্তী চীনের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অর্জিত সাফল্য প্রদর্শন করা হচ্ছে । --চুং শাওলি
|