পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি এলাকার সশস্ত্র জঙ্গিরা ১৩ অক্টোবর সকালে অপহৃত নিরাপত্তা বাহিনীর ৩০ জন সৈন্যকে মুক্তি দিয়েছে। পাকিস্তানের স্থানীয় টেলিভিশন কেন্দ্র একই দিন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, জঙ্গিরা সৈন্যদের মুক্তি দেয়ার পাশাপাশি আরো চারটি সামরিক গাড়ি ফেরত দিয়েছে। কর্তৃপক্ষ অন্যান্য অপহৃত সৈন্যদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় গণ মাধ্যম জানায়, ৩০ আগস্ট দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় স্থানীয় সশস্ত্র ব্যক্তিরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০০ জন সৈন্যকে অপহরণ করে। তারা কর্তৃপক্ষের কাছে এর আগে তাদের গ্রেফতারকৃত দশজন সহযোদ্ধাকে মুক্তি দেওয়া এবং এ অঞ্চল থেকে নিরাপত্তা বাহিনীকে সরে যাওয়ার দাবি জানায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|