ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতবিরোধ দূর হয়নি। ১২ অক্টোবর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস মস্কোয় এ কথা জানিয়েছেন।
এদিন দু'দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে " ২+২" বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইস্যুতে দু'পক্ষ মতৈক্যে পৌঁছতে পারেনি। তবে বৈঠকের ব্যবস্থা করার ফলে দু'পক্ষের জন্য লাভ হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার বিরুদ্ধে যাবে না। এমন কি, রাশিয়ার কৌশলগত নিয়ন্ত্রণের ক্ষমতার ওপরেও প্রভাব পড়বে না। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্রপ্রতিরক্ষা স্থাপনা যে হুমকি সৃষ্টির জন্য নয় সে ব্যাপারে রাশিয়াকে আশ্বস্ত করার জন্য যুক্তরাষ্ট্র যৌথ ব্যবস্থা নিতে আগ্রহী।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে দু'পক্ষের মতবিরোধ ছাড়াও ক্ষেপণাস্ত্র বিস্তার ইস্যুতে দু'দেশের মধ্যে আরও মতপার্থক্য রয়েছে। তিনি বলেন, দু'দেশের বিশেষজ্ঞরা এই মতভেদ নিয়ে আলোচনা করবেন।--ওয়াং হাইমান
|