চলতি বছর চীন অব্যাহতভাবে কৃষি ক্ষেত্রে ভর্তুকি বাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি ।
১৩ অক্টোবর চীনের শানতুং প্রদেশের চিনান শহরে অনুষ্ঠিত চীনের পঞ্চম আন্তর্জাতিক কৃষি উত্পাদন মেলা থেকে আমাদের সংবাদদাতা এ খবর জেনেছেন । চলতি বছর চীন চাষাবাদসহ কৃষি খাতে ভর্তুকি বাবদ যে পুঁজি বিনিয়োগ করেছে তার পরিমাণ প্রায় ৮.৯ বিলিয়ন ইউয়ান রেন মিন পি,যা গত বছরের চেয়ে ৫০ শতাংশ ।
কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আরো বলেন, পুঁজি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি মন্ত্রণালয় অব্যাহতভাবে তদারকি ব্যবস্থা সুসম্পন্ন করেছে, যাতে গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পগুলোতে কার্যকরভাবে পুঁজি ব্যবহার সুনিশ্চিত করা যায় ।
(ছাও ইয়ান হুয়া)
|