v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 21:01:56    
তিব্বতে ভ্রমণ ১১--লিনজি জেলা

cri

    ২৩ আগস্ট । আজ সকালে আমরা লাগেজ সংগ্রহ করে তিব্বতের অন্য একটি সুন্দর জেলা লিনজি যাবো। লিনজির গড়পড়তা উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটারের চেয়ে কম হওয়ার কারণে সেখানকার আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর । প্রচুর পানি এবং প্রাচীনকালের বনাঞ্চল থাকার কারণে লিনজিতে অনেক বিরণ পশুপাখি এবং ঔষধী উদ্ভিদ রয়েছে । আমাদের এবার লিনজি আসার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে সাক্ষাত্কার নেয়া । গতকাল আমাদের দু'জন ড্রাইভার ছুটিতে ছিলেন । আজ সকালে তাঁরা উভয়েই নতুন কাপড় পরেন এবং নতুন স্টাইলে চুল কাটান । লাসা থেকে লিনজির দুরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি । কিন্তু ড্রাইভার নিরাপত্তা সুরক্ষা করার জন্য গাড়ির গতি সীমাবন্ধ রাখে । যাওয়ার পথে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০১৩ মিটার উচুঁ মিলা পাস অতিক্রম করি । তখন আকাশে ঝির ঝিরে বৃষ্টি । বাইরের তাপমাত্রা একটু ঠাণ্ডা।

    বিকেলে আমরা কংবুচিয়াংতা উপজেলায় লাঞ্চ খাই । ল্যাঞ্চের পর পুনরায় লিনজির দিকে যাই । যাওয়ার পথে সুন্দর হাল্কা নীল রঙয়ের নিইয়াং নদী আমাদের সঙ্গে লিনজির দিকে যায় । পথের দু'পাশের প্রাকৃতিক ফল বাগানে উত্পাদিত আপেল বিক্রি করা হয় । সবাই মিষ্টি আপেল খেয়ে সুন্দর নদীর দৃশ্য উপভোগ করি । আকস্মিকভাবে এক দল বন্য ঘোড়া নদীর অন্য দিকে পানি খাচ্ছে। আমরা গাড়ি বন্ধ করে আস্তে আস্তে পথের নীচে গিয়ে ঘোড়ার সঙ্গে ছবি তুলি । এবার হচ্ছে আমাদের প্রথমবার প্রাকৃতিক পরিবেশে বন্য ঘোড়া দেখা । তাছাড়া আরেকটি মজার দৃশ্য হল পথের পাশে আরামে হাঁটা তিব্বতীয় সুগন্ধী শুকর । কালো রংয়ের চামড়ার শুকর সবই প্রাকৃতিক পরিবেশে খাবার খুঁজে বের করে ,দেখতে খুবই মজা লাগে । লিনজি যাওয়ার পথে আমরা একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হই । বাসভবন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় কাঠগুলো একটি ট্রাকে রাখা থাকে । কিন্তু কাঠগুলো ঠিক করার সময় আকস্মিকভাবে ভেঙ্গে ট্রাকের ওপর থেকে নীচে পথে পড়ে যায় । পথে কাঠগুলো থাকার কারণে কোনো গাড়ি অতিক্রম করতে পারছে না । ফলে আমরা অন্য গাড়ির ড্রাইভারদের সঙ্গে নিয়ে কাঠগুলো সরিয়ে ফেলি, পথের অবস্থা ভালো হয়ে যায় ।

    লিনজির দৃশ্যের সঙ্গে তিব্বতের অন্য জেলার দৃশ্যের বিরাট পার্থক্য রয়েছে । এখানকার বনাঞ্চল আরো সবুজ ,আবহাওয়া আরো গরম এবং জেলার স্থাপত্যের ধারণাও দক্ষিণ চীনের কুয়াংতুং ও ফুচিয়ান প্রদেশের ধারণার মতো । কারণ চীন সরকারের নির্দেশে কুয়াংতুং এবং ফুচিয়ান প্রদেশের সাহায্যে লিনজি জেলা ভালভাবে উন্নত হয়েছে । হোটেলে লাগেজ রাখার পর আমরা সরাসরি লিনজি জেলার পরিবেশ সংরক্ষণ ব্যুরো এবং পর্যটন ব্যুরো খাই । স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ অতি সুন্দর হওয়ার কারণে সরকারী কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণের ওপর আরো বেশি গুরুত্ব দেন । লিনজি জেলায় কোনো শিল্প কারখানা নেই । বায়ু পরিস্কার এবং নদীর পানি খেলে মিষ্টি লাগে । পরিবেশ সংরক্ষণ ব্যুরো এবং পর্যটন ব্যুরোর নেতৃবৃন্দ বিস্তারিতভাবে আমাদের জন্য লিনজি জেলার পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের তথ্য জানিয়ে দেন এবং আমাদের লিনজি জেলায় সাক্ষাত্কার নেয়ার জন্য অনেক সুবিধা দেন ।

     রাতে ডিনার খাওয়ার পর আমরা লিনজি জেলার রাজধানী বাই উপজেলার চত্বরে এসে স্থানীয় অধিবাসীদের সঙ্গে সংখ্যালঘু জাতির নাচ করি । লিনজি জেলায় চীনের কয়েকটি অল্প সংম্যক সংখ্যালঘু জাতির লোক বসবাস করেন । প্রতিদিন রাতে স্থানীয় অধিবাসীদের জীবনযাপনের মান ও বিনোদন উন্নত করার জন্য বাই উপজেলার চত্বরে নানা জাতির গান পরিবেশন করা হয় । লোকজন গানের সঙ্গে নানা ধরনের নাচ করে । খুবই মজা এবং শরীরও ভালভাবে চর্চা করা হয় । আমরা মনোযোগ দিয়ে লোকদের কাছ থেকে নানা ধরনের নাচ শিখি এবং তাদের সঙ্গে নাচ করি । অনেক আনন্দ ও মজা লাগে । কালকে লিনজি জেলার কয়েকটি গ্রামে গিয়ে সাক্ষাত্কার নেবো, আজকের কথা তাহলে এখানেই থাকে ।