চলতি বছর হলো পঞ্চদশ বিশ্ব পানি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হল " পানির অভাব মোকাবেলা করা"। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এদিন রোমে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি পানিসম্পদ প্রশাসন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে। যাতে মিলিতভাবে পানি সমস্যার সমাধান করা যায়। পানি হচ্ছে মানুষের ধনসম্পদের মধ্যে অন্যতম। তবে এর মধ্যে মিঠা পানির পরিমাণ খুবই কম । যা শুধু মোট পানির পরিমাণের ০.২৬ শতাংশ । জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার রোম সদর দফতরে অনুষ্ঠিত এক বার্ষিক অনুষ্ঠানে এই সংস্থার পরিচালক জ্যাক্স ডিওউভ উল্লেখ্য করেন যে, পানির অভাব হলো বিশ্বের আঞ্চলিক সংকট। তিনি বলেন" পানি ছাড়া, আমরা উত্পাদন করতে পারি না। এক কথায় আমাদের খাবারও সম্ভব হবে না। কোন সম্প্রদায় বা অর্থনৈতিক ক্ষেত্রে পানির অভাব সমস্যার সঙ্গে সম্পর্কিত । এ সমস্যা বিশ্বব্যাপী গভীর সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। এখন প্রায় ২.৮ বিলিয়ন মানুষ পানির সমস্যার সম্মুখীণ । ২০২৫ সালে বিশ্বের লোকসংখ্যার তিন ভাগের দুই ভাগ পানির অভাব সম্বলিত দেশগুলোর অধিবাসী হবে ।"
২০০০ সালে জাতিসংঘে মোট আটটি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ মাত্রা নির্ধারিত হয়েছে। এর মধ্যে একটি হলো পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার মোট তিন ভাগের দুই ভাগে কমিয়ে আনা। উল্লেখ্য, নিরাপদ পানির অভাব হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মারা যাওয়ার প্রধান কারণ। জাতিসংঘের পানি ও স্বাস্থ্য জিজ্ঞেস বিষয়ক কমিটির চেয়ারম্যান, নেদারল্যান্ডসের যুবরাজ ওয়েইলেম- আলেক্সানডার অবহিত করেছেন যে" নিরাপদ পানির অভাব এবং মৌলিক স্বাস্থ্য সংক্রান্ত স্থাপনার অভাবে প্রতিবছর পাঁচ বছর বয়সের নিচের মোট ১৬ লাখ শিশু মারা যায়। এ সংখ্যা ২০০৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার জলোচ্ছ্বাসে নিহত সংখ্যার আট গুণেরও বেশী।
1 2
|