১১ অক্টোবর পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ দিনে উত্তরপশ্চিম ওয়াজিরিস্তানের উপজাতি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ।গে সশস্ত্র জঙ্গিদের সংঘর্ষে ২০০জন জঙ্গি এবং ৫০জন সৈন্য নিহত হয়েছে ।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় উপজাতীয় গোত্রপ্রধানরা সেনাবাহিনীকে জানিয়েছেন যে, মোট ২০০জন জঙ্গী সামরিক অভিযানে নিহত হয়েছে । তাদের মধ্যে উজবেকস্তান, তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের ৫০জন যোদ্ধা রয়েছে ।
সেনাবাহিনীর মুখপাত্র ওয়াহিদ আরশাদ বলেন, উপজাতি জঙ্গিরা যুদ্ধবিরতির অনুরোধ জানালেও সেনাবাহিনী তা নাকচ করে দিয়েছে । তিনি আরো বলেন, সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরই কেবল থামবে।
(ছাও ইয়ান হুয়া)
|