জাতিসংঘে ইরাকের সাহায্য দলের একজন কর্মকর্তা ১১ অক্টোবর বাগদাদে বলেছেন, ইরাকে নিরীহ নাগরিক হত্যা করে নিরাপত্তা কোম্পানি ব্ল্যাকওয়াটার যুদ্ধাপরাধ করেছে কি না তা নিয়ে জাতিসংঘ তদন্ত করছে।
তিনি বলেন, এটি একটি মানবাধিকার সমস্যা। জাতিসংঘ ঐ নিরাপত্তা কোম্পানির হত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। তিনি জোর দিয়ে বলেন, সব নিরাপত্তা কোম্পানির উচিত আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা উচিত্।
এদিন জাতিসংঘে ইরাকের সাহায্য দল ইরাক মানবাধিকার অবস্থা সংক্রান্ত একটি মাসিক রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে ব্ল্যাকওয়াটারের হত্যাকান্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে ।--ওয়াং হাইমান
|