১২ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেন, মিয়ানমারের জনগণ ও সরকারের প্রচেষ্টায় সংলাপের মাধ্যমে মিয়ানমার সমস্যার সমাধান করতে হবে । চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ সমস্যার সমাধান ত্বরান্বিত করার জন্য ভুমিকা রাখতে ইচ্ছুক ।
জাতি সংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার সমস্যা প্রসঙ্গে সভাপতির বিবৃতি গৃহীত হওয়ার পর , লিউ চিয়ান ছাও সংবাদদাতাদের প্রশ্নোত্তরে বলেন, নিরাপত্তা পরিষদে সভাপতির বিবৃতি গৃহীত হওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের মহাসচিব এবং তাঁর বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গাম্বারির মধ্যস্থতাকে সমর্থন করা । যাতে মিয়ানমারের বিভিন্ন পক্ষের সংলাপের মাধ্যমে দেশের সমঝোতা , গণতন্ত্র ও উন্নয়নের বাস্তবায়নে গঠনমূলক সাহায্য দেয়া যায় ।
(ছাও ইয়ান হুয়া)
|