চীনের স্টক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শাং ফু লিন বৃহস্পতিবার পেইচিংয়ে বলেছেন , চীনের পুঁজি বাজারের সামগ্রিক বিকাশ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থিতিশীল বিশ্বমুখী উন্মুক্ত নীতি । ভবিষ্যতে তার কমিটি চীনের পুঁজি বাজারকে বিশ্বের দিকে আরো উন্মুক্ত করবে ।
চীনের স্টক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি ও ফরাসী আর্থিক বাজার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত চীন-ফরাসী তহবিল উন্নয়ন এবং তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক শীর্ষ ফোরামে শাং ফু লিন এ কথা বলেছেন ।
শাং ফু লিন আরো বলেন , চীনের স্টক বাজার এখনো ধাপে ধাপে সুসংহত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে । ফ্রাস্সের সংগে সহযোগিতা করে চীন তার সাফল্যের অভিজ্ঞতা আহরণ করতে পারবে ।
|