চীনের তথ্য শিল্পমন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ ছিংচিয়েন ১২ অক্টোবর দক্ষিণ চীনের সেনচেন শহরে বলেছেন , সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনে নেট ব্যবহারকারীদের সংখ্যা ১৭.২ কোটিতে দাঁড়িয়েছে ।
চীনের নবম আন্তর্জাতিক হাইটেক সাফল্য বিনিময় মেলায় উপমন্ত্রী লৌ ছিনচিয়েন বলেন, চীন বিশ্বে অন্যতম দেশ যার তথ্য শিল্প সবচেয়ে দ্রুত গতিতে উন্নত হয়েছে । তথ্য শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম অনুযায়ী ২০১০ সালে চীনে নেট ব্যবহারকারীদের সংখ্যা ২০ কোটি হবে বলে অনুমান করা হচ্ছে । এর বার্ষিক বৃদ্ধিহার হবে ৮ শতাংশ ।
চীনের নবম আন্তর্জাতিক হাইটেক সাফল্য বিনিময় মেলা ১১ অক্টোবর সেনচেন শহরে শুরু হয়েছে ।--চুং শাওলি
|