শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নাসিরি বিক্রমাসিনহাসহ সেদেশের শীর্ষ নেতারা সম্প্রতি পৃথক পৃথকভাবে বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির আসন্ন সপ্তদশ কংগ্রেস হবে চীনের ইতিহাসে একটি মাইলফলক । সাফল্যের সঙ্গে এই কংগ্রেস শেষ হবে বলে আরো আশাবাদ ব্যক্ত করেন।
চীন আন্তর্জাতিক বেতারে পাঠানো একটি ভিডিও বার্তায় বিক্রমাসিনহা বলেন , চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস উপলক্ষে শ্রীলংকার প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং তিনি নিজে এবারের কংগ্রেসের সাফল্য কামনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনা জনগণ সমাজতান্ত্রিক গঠনকাজে নতুন সফল হবে।
এছাড়া, শ্রীলংকার পূর্ত মন্ত্রী , শ্রম মন্ত্রী, পশ্চিম প্রদেশের গভর্নর এবং সামাজিক সাংস্কৃতিক সমিতির চেয়্যারমানসহ বিভিন্ন খাতের প্রধানও পৃথক পৃথকভাবে এবারের কংগ্রেসের সাফল্য কামনা করেছেন ।--ওয়াং হাইমান
|