সামগ্রিকভাবে পানি ব্যবহার নিয়ন্ত্রণ , নির্দিষ্ট পরিমাণে পানি ব্যবহার এবং টাকা ব্যয় করে পানি সম্পদের ব্যবহারসহ নানা ব্যবস্থার মাধ্যমে চীনে পানির সাশ্রয়ী সমাজ গঠনের কাজ অনেকটা এগিয়ে গেছে । চীনের জলসেচ মন্ত্রণালয়ের এক সর্বশেষ হিসাব থেকে জানা গেছে , গত বছর চীনে ১০ হাজার ইউয়ান জি ডি পির বিপরীতে পানি ব্যবহারের পরিমাণ ২০০৫ সালের তুলনায় ৭.৬ শতাংশ কমে গেছে ।
১২ অক্টোবর পানি সাশ্রয়ী সমাজ গঠনের পরীক্ষা সংক্রান্ত এক অভিজ্ঞতা বিনিময় সভা উত্তর চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত হয় । সভায় চীনের জলসেচ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হু সি ই বলেন , পানি সাশ্রয়ী সমাজ গঠনের কাজে কিছু সাফল্য অর্জিত হলেও ২০১০ সাল নাগাদ সারা দেশে ১০ হাজার ইউয়ান জি ডি পির বিপরীতে পানি ব্যবহারের পরিমাণ ২০০৫ সালের চেয়ে ২০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নের জন্যে আরো অনেক কিছু করার আছে ।
হু সি ই বলেন , এ বছরের গোড়ার দিকে চীন সরকার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়পর্বের পানি সাশ্রয়ী সমাজ গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে ।
|