v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 16:34:24    
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ২+২ বৈঠক

cri

    রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রীদের অংশ নেয়া "২+২" বৈঠক ১২ অক্টোবর মস্কোয় অনুষ্ঠিত হয়। এবার বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল হচ্ছে কৌশলগত নিরাপত্তা সমস্যা। ইউরোপে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, "ইউরোপীয় প্রচলিত অস্ত্র শক্তি চুক্তি", ইরান ও কোসোভো সমস্যা এবং নিরাপত্তা ক্ষেত্রে দু'দেশের সহযোগিতাসহ স্পর্শকাতর ও গুরুত্বপুর্ণ সমস্যা জড়িত বলে এই বৈঠক বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

    এ বছরের জুলাই মাসে রুশ ও মার্কিন শীর্ষ নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের কেনেবাংকপোর্টে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এবারের বৈঠক হয়েছে। এটা হচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের প্রথম "২+২" বৈঠক। এই বৈঠকের অগ্রগতি দু'দেশের প্রেসিডেন্টকে অবহিত করার কথা।

    এ বছরে যুক্তরাষ্ট্র জরুরী ভিত্তিতে তার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার পূর্বমুখী সম্প্রসারণ পরিকল্পনা কার্যকর করছে। এই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে রাডার বসাবে এবং পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করবে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র বুলগেরিয়া, রোমানিয়া ও ইউক্রেনকে তার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় অংশ নেয়ার জন্য আগ্রহী করে তোলার চেষ্টা করছে। মার্কিন পক্ষ দাবি করেছে, ইউরোপের নিরাপত্তার কথা বিবেচনা করে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ব্যবস্থা আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ম অনুসরণকারী কোনো দেশের বিরুদ্ধে নয়। এর উদ্দেশ্য হলো ইরানের মতো দেশের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা। যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থার ব্যাপারে এ বছরের এপ্রিল মাসের শেষ দিকে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, রাশিয়া "ইউরোপীয় প্রচলিত অস্ত্র শক্তি চুক্তি" এর সম্পাদন সাময়িকভাবে বিরত থাকবে। তিনি ইউরোপীয় নিরাপত্তা সংস্থার আওতায় পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের সমস্যা নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছেন। রাশিয়া আশা করে, ইউরোপীয় দেশগুলো যত্নের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বিবেচনা করবে। এ বছরের জুন মাসে অনুষ্ঠিত গোষ্টী আট শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্রিউ বুশকে আজারবাইজানে অবস্থিত গাবালা রাডার স্টেশন যৌথভাবে ব্যবহার করার প্রস্তাব করেছেন। যাতে চেক প্রজাতন্ত্রে পরিকল্পিত মার্কিন রাডার ব্যবস্থা স্থাপন না করতে হয়। ১৮ সেপ্টেম্বর রাশিয়া, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান এই তিনটি দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্রতিনিধি দল আজারবাইজানে রাশিয়ার ভাড়া করা গাবালা রাডার স্টেশন পরিদর্শন করেছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা পৃথক পৃথকভাবে এর সার্বিক অবস্থা নিয়ে "২+২" বৈঠকে অংশগ্রহণকারী নিজ দেশের প্রতিনিধিদের কাছে রিপোর্ট দেবেন। যাতে এই রাডার স্টেশনের যৌথ ব্যবহার সমস্যা নিয়ে আলোচনা করা যায়। যুক্তরাষ্ট্র এই প্রথম বারের মতো গাবালা রাডার স্টেশন যৌথভাবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজি হয়।

    সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এবারের "২+২" বৈঠক প্রসঙ্গে বলেছেন, একতরফাভাবে ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনার ব্যাপারে রাশিয়া বহু বার নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। রাশিয়া আশা করে, রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া কৌশলগত স্থিতিশীলতার জন্য সহায়ক হবে এবং নতুন ঝুঁকি এড়ানো যাবে।

    বিশ্লেষকরা উল্লেখ করেছেন, বর্তমানে বিশ্বে একটি পরাশক্তি দেশ ও বহু শক্তিশালি দেশের সহাবস্থানের কারণে নানা বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদ থাকলেও উভয়ে সরাসরি শত্রুতা এড়ানোর চেষ্টা করবে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও কোসোভো সমস্যা সরাসরি রাশিয়ার মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত । ফলে রাশিয়া সহজে আপোষ করবে না। অন্য দিকে যুক্তরাষ্ট্রও রাশিয়ার বিরোধিতার মুখে সহজে নিজের কৌশলগত পরিকল্পনা ত্যাগ করবে না। সুতরাং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিন্দ্বন্দ্বিতা অব্যাহত থাকবে। এবার হয়তো রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের ২+২ বৈঠক দু'পক্ষের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা এবং আপোষ ফর্মুলা খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)