.jpg)
২০০৭ সাল বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস ১১ অক্টোবর রাতে চীনের শাংহাইয়ে শেষ হয়েছে।
বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আয়োজিত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবারের বিশেষ অলিম্পিক গেমস ২ অক্টোবর শুরু হয়। দশ দিনব্যাপী প্রতিযোগিতায় বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা দশ হাজারেরও বেশি খেলোয়াড় ও কোচ বাস্কেটবল, অশ্বারোহণ, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস ও ফুটবলসহ ২৫টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
.jpg)
আন্তর্জাতিক বিশেষ অলিম্পিকের চেয়ারম্যান টিমোথি ম্রাইভার এবারের বিশেষ অলিম্পিক গেমসের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, এবারের বিশেষ অলিম্পিক গেমসে প্রথম শ্রেণীর স্থাপনা ও সেবার ব্যবস্থা ছিল। প্রতিযোগিতায় খেলোয়াড়রা চমত্কার ফলাফল করেছেন। গোটা প্রতিন্দ্বন্দ্বিতার মান আগের বিশেষ অলিম্পিক গেমসের চেয়ে অনেক উন্নত হয়েছে। খেলোয়াড়দের নিজেদেরকে যোগ্য প্রমাণ করার নিরন্তর চেষ্টা আমাদের অনুভুতিতে নাড়া দিয়েছে।
২০০৯ সালের শীতকালীন বিশেষ অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বোইসে শহরে অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|