চীনে নতুন যুগের বাহক-ক্ষেপনাস্ত্র নিয়ে গবেষণা চলছে । এ গবেষণা চীনের মহাকাশে উত্ক্ষেণের ক্ষমতাকে আরো বাড়াবে । চীনের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের উপমহাপরিচালক সুন লাই ইয়ান ১১ অক্টোবর সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন ।
সুন লাই ইয়ান আরো বলেন , নতুন যুগের বাহক-ক্ষেপনাস্ত্র ২৫ টনী খেয়াযানকে পৃথিবীর নিকট কক্ষপথে এবং ১৪টনী খেয়াযানকে পৃথিবীর পরস্পর-সমন্বিত কক্ষপথে পাঠাতে পারবে । তখন মহাশূণ্যে প্রবেশের ক্ষেত্রে চীনের সামর্থ্য শিল্পোন্নত দেশগুলোর কাছাকাছি হবে ।
সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে , এ পর্যন্ত চীন সাফল্যের সংগে ১২ ধরণের লংমার্চ ধারাবাহিক বাহক-ক্ষেপনাস্ত্র তৈরি করেছে । এখন চীন ৯ টনী মানববাহী খেয়াযানকে পৃথিবী থেকে ৩ শ'রও বেশি কিলোমিটার দূরবর্তী কক্ষপথে পাঠাতে পারে ।
|