চীনে ৬ হাজারেরও বেশি তিব্বতী ভাষার বই প্রকাশিত হয়েছে । চীনের ১৭তম তিব্বতী ভাষা বই প্রকাশনা পরিষদের সম্মেলনে এ খবর জানা গেছে ।
১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । তিব্বত,ছিংহাই, কানসু, সিছুয়ান ,ইউয়ুন্নান ও পেইচিং থেকে আসা তিব্বতী ভাষা বই প্রকাশনর সঙ্গে জড়িত ৬০জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন ।
জানা গেছে, বহু বছর ধরে অনেক তিব্বতী ভাষার বই প্রকাশিত হয়ে আসছে । এর মধ্যে সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়বস্তুর বই রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|