বিশ্ব ব্যাংকের প্রধান রবার্ট বি. জোয়েল্লিক ১০ অক্টোবর ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে বলেছেন, বিশ্বের দরিদ্র দেশগুলোর দারিদ্র বিমোচন কাজ খুবই কঠিন । উন্নত দেশগুলোর উচিত তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা ।
জোয়েল্লিক বলেন, জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে অনেক পুঁজি দরকার । দরিদ্র দেশগুলোকে সাহায্য করার পাশাপাশি বিশ্ব ব্যাংককে সাহায্যকারী দেশগুলোর প্রতি বেশি পুঁজি যোগান দেয়ার জন্যও তিনি আহ্বান জানান ।
জোয়েল্লিক বলেন, এখন গোষ্ঠী আট এবং অন্যান্য উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন দরকার । শীর্ষ সম্মেলনে তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবে অর্থ সাহায্য দেয়া উচিত ।
(ছাও ইয়ান হুয়া)
|