আগামী বছরের জানুয়ারী মাসে পাকিস্তানে পালার্মেন্ট নির্বাচন হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ১০ অক্টোবর ইসলামাবাদে এ তথ্য জানিয়েছেন।
আজিজ বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের কার্যমেয়াদ ইতিহাসে এই প্রথম বারের মতো সুষ্ঠুভাবে শেষ হবে। কার্যমেয়াদ শেষ হলে পালার্মেন্ট ভেঙে দেওয়া হবে। তারপর গঠিত তত্ত্বাবধায়ক সরকার নতুন পালার্মেন্ট নির্বাচনের আয়োজন করবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ৬ অক্টোবর। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছেন। কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের যোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রকাশিত হবে। ১৭ অক্টোবর থেকে এই সংক্রান্ত রিট আবেদনের বিষয়ে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|