হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেং ইন ছুয়ান বুধবার " হংকংয়ের নতুন দিকনির্দেশনা" নামক তার প্রথম নীতি-নির্ধারণী প্রতিবেদন প্রকাশ করেছেন । ১১ অক্টোবর হংকংয়ের প্রধান প্রধান খবরের কাগজ পর পর মন্তব্য ও সম্পাদকীয় প্রকাশ করে তার এ প্রতিবেদনকে বাস্তবভিত্তিক , ধীরস্থির ও দূরদর্শী বলে আখ্যায়িত করেছে ।
হংকংয়ের " ওয়েন হুই" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় , এ প্রতিবেদন যেমন হংকংয়ের অর্থনৈতিক ও সামাজিক বিকাশের জন্যে নতুন দিকনির্দেশনা দিয়েছে , তেমনি সুন্দর ভবিষ্যতের জন্যে হংকংবাসীদের প্রত্যাশাকেও জাগিয়ে তুলেছে । হংকংয়ের সমাজের সম্মিলিত শক্তি একত্রিত করার ওপর এটি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে ।
"তা কুং" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় , চেং ইন ছুয়ান তার প্রতিবেদনে একটি উচ্চতর ও স্পষ্টতর লক্ষ্য উত্থাপন করেছেন । তা হচ্ছে দেশের ওপর নির্ভর করা একং বিশ্বের দিকে উন্মুক্ত থাকা ।
|