 গত বছর ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বতের রাজধানী লাসায় পর্যটকের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে । লাসার পর্যটন সেবার গুণগত মানও অনেক উন্নত হয়েছে ।
তিব্বতীয় বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান হিসেবে লাসার রয়েছে দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি, বিশেষ রীতিনীতি ও প্রচুর প্রাকৃতিক সম্পদ । চলতি বছরের প্রথম ৯ মাসে লাসায় দেশী বিদেশী পর্যটকের সংখ্যা মোট ২২ লাখেরও বেশি পার্সন টাইমস, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশেরও বেশি ।
জানা গেছে, এ বছর লাসা প্রথমবারের মতো শীতকালীন পর্যটন কার্যক্রম আয়োজন করবে । যেমন উত্সব পর্যটন, ঝর্না ভ্রমণ এবং তুষার পাহাড় ভ্রমণ।
(ছাও ইয়ান হুয়া)
|