v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-09 23:08:41    
চিরকাল তোমার সঙ্গে যাবো

cri

    এখন আপনারা শিল্পী ইন সিউ মেই-এর গাওয়া "পার্টি, আমার প্রিয় মা" এই গানটি শুনছেন। গোং আই সু ও শে চি ডি যৌথভাবে এই গানের কথা লিখেছেন। মা ডিয়েন ইন ও চৌ ইয়ো দু'জনে মিলে এর সুর করেছেন। এ গানটিকে চীনের কমিউনিস্ট পার্টির প্রতি চীনা জনগণের আন্তরিক অনুভূতি প্রকাশের অভিব্যক্তি বলা হয়। গানের কথা এমন, "মা, আত্মা, প্রিয়তম মা, তুমি তোমার মিষ্টি দুধ খাইয়ে আমায় বড় করেছো। হাতে ওপর হাত রেখে আমায় হাঁটতে শিখিয়েছো। আমায় তো তুমিই কথা বলতে শেখাও। গান গেয়ে গেয়ে রাতে আমায় ঘুম পাড়াও। আমার কথা তো তোমার মনে পড়বেই। পার্টি, পার্টি, হে প্রিয় পার্টি, তুমি মায়ের মতোই আমায় প্রশিক্ষণ দিয়ে বড় করেছো। আমায় স্বদেশকে ভালোবাসতে তুমিইতো শেখালে। আমায় সংস্কৃতির সিঁড়িতে দাঁড়াতে উত্সাহিত করো। সুখী ভবিষ্যতকে আমার দিকে তো তুমিই যেন হাত দিয়ে ফিরিয়ে দাও। তুমি দেশের আধুনিকায়নের সুন্দর দৃশ্য আঁকো। পার্টি, হে প্রিয় পার্টি, তুমিই হচ্ছো আমার সবচেয়ে প্রিয় মা।"

    বন্ধুরা, এতোক্ষণ আপনারা "পার্টি, আমার প্রিয় মা" শীর্ষক গানটি শুনলেন। চীনের কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠার পর থেকেই চীনা জনগণকে সঙ্গে নিয়ে অতি কঠোর সংগ্রামের মধ্য দিয়ে নয়া চীন প্রতিষ্ঠা করতে পেরেছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রয়াসে অসংখ্য শ্রমিক ও জনগণ দেশকে আজকের এই অব্সথানে আনতে নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করেছেন। চীনারা প্রায়শই আন্তরিকভাবে কমিউনিস্ট পার্টিকে 'মা' ডেকে প্রশংসা করেন।

    হ্যাঁ, এবার শুনুন তিব্বতী জাতির গায়িকা চাই ডান চৌ মা এর গাওয়া "পার্টি, তোমাকে পাহাড়ী গান গেয়ে শোনাই" গানটি। চিয়াও পিং এ গানের কথা লিখেছেন। আর চিয়ান এ গানের সুর সৃষ্টি করেছেন।

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা চীনের তিব্বতী জাতির বিখ্যাত শিল্পী চাই ডান চৌ মা এর গাওয়া "পার্টি তোমাকে পাহাড়ী গান গেয়ে শোনাই" গানটি শুনছেন। ৭০ বছর বয়সী চাই ডান চৌ মা চল্লিশ বছর আগে থেকেই এই গান গাইতে শুরু করেন। চল্লিশ বছর ধরে যতবার তিনি এই গান গেয়েছেন, ততবারই তাঁর হৃদয় আপ্লুত হয়েছে পার্টি দেশের প্রতি অগাধ ভালোবাসায়। বিংশ শতাব্দীর ৫০'র দশকে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তিব্বতের সংস্কারের পর কৃতদাস পরিবারে জন্মগ্রহণকারী চাই ডান চৌ মা কৃতদাস প্রথা থেকে মুক্তি পান এবং একজন সত্যিকারের শিল্পীতে পরিণত হন। তিনি বলেন, কমিউনিস্ট পার্টি না থাকলে কোন দিনই তিব্বতী জনগণ মুক্তি পেতো না। তাঁর আজকের এই সফলতাও হয়তো অর্জিত হত না। গানের কথা ও সুরের মধ্য দিয়ে তিনি আবেগের সঙ্গে বলেন, "একটি পাহাড়ী গান আমি পার্টিকে শোনাই। আমিতো পার্টিকে আমার মা মনে করি। আমার মা আমায় শরীর দিয়েছেন। আর পার্টি তার সমৃদ্ধ আলোর বন্যায় আমার হৃদয়কে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছে।"

    গত শতাব্দীর ৭০'র দশকের শেষ দিকে চীনা জনগণ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংস্কার ও উন্মুক্তকরণের দুয়ার খুলে দিলে অর্থনীতির অগ্রযাত্রা আর থামে নি। চীনারা ধাপে ধাপে সমৃদ্ধ পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘকাল ধরেই চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা নিজেকে জনগণের সেবক মনে করেন। তাঁরা সবসময় জনগণের পরিসেবায় নিয়োজিত থাকেন। তাঁদের মধ্য থেকেই বহু ভালো ক্যাডার তৈরী হয়েছে। জনসাধারণ এ ধরনের ভালো সেবককে কখনো ভুলবে না। খোং ফান সেন হচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম একজন। তিনি পূর্ব চীন থেকে তিব্বতে গিয়ে চাকরি করছেন। তিনি তার কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করে যাচ্ছেন এবং দারুন এক সফলতা অর্জন করেছেন। তিব্বত অঞ্চলের বিভিন্ন জাতির জনসাধারণ তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করে ও ভালোবাসে। কাজের সময় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁর স্মরণে একটি গান লেখা হয়েছে। গানের শিরোনাম "গণ সেবকের প্রশংসা"। এতে খোং ফান সেনের মতো শ্রেষ্ঠ কমিউনিষ্ট পার্টির সদস্যদের প্রতি জনগণের অকৃত্তিম সম্মান ও ভালোবাসার কথা ফুটে উঠেছে।

    বন্ধুরা, আপনারা শিল্পী ওয়েন শান হোংয়ের গাওয়া "গণ সেবকের প্রশংসা" গানটি শুনছেন। কাও চান সিয়াং এই গানের কথা লিখেছেন। কথায় সুর দিয়েছেন কুয়ান সিয়ান। গানের কথা এমন, "তোমার দেশের প্রতি ভালোবাসার সুন্দর ও আন্তরিক একটি মন আছে। তুমি সবার অলক্ষ্যে নীরবে পরিশ্রম করো। তুমি একজন গণ সেবক। তোমার সারা শরীরে জড়িয়ে রয়েছে জাতির আত্মা । তুমি একটা বিশাল মহিরুহ। সচল তুমি থাকবে না তারপরও তা দিনে দিনে বড় হয়ে পরিণত হবে শ্যামল ছায়া দেয়া শাখা প্রশাখায়। তুমি অগ্নিশিখা। তোমার উজ্জ্বল আলোয় আমাদের আগামী বংশধরেরা উদ্ভাসিত হয়ে উঠবে।"

    গত আশি বছরেরও বেশি সময় ধরে চীনের কমিউনিস্ট পার্টি জনগণকে নিয়ে কতো ঝড়ঝপটা অতিক্রম করেছে। যুদ্ধকালের গুলি বিনিময় হোক, শান্তি যুগের বন্যার পানির হোক, কমিউনিস্ট পার্টির হাত সদস্যরা উজ্জ্বাল পতাকার মতোই জনসাধারণের চোখের সামনে এসে দাঁড়ান বন্ধুর প্রসারিত করে। তাঁদের আচরণ জনগণের মধ্যে এনে দেয় নির্ভয়ে এগিয়ে চলার শক্তি।

    বন্ধুরা, এখন আপনারা লিউ হুয়ান এর গাওয়া "তুমি একটি পতাকা" এই গানটি শুনছেন। চিয়াং দে ওয়েন এই গানের কথা লিখেছেন। লিউ হুয়ান এ গানে সুর দিয়েছেন। গানের কথা এমন, "তুমি একটি অগ্নিশিখা। এ ঘুমন্ত জমিতে জেগে ওঠে তুমি। তুমি একজন ভবিষ্যদদ্রষ্টা। মানবজাতির আদর্শের চিহ্ন তুমি বয়ে বেড়াও। তুমি এক অনন্য পতাকা। ঝড়-বৃষ্টি যাই হোক না কেন। তুমি উড়তেই থাকো অবলীলায়। তুমি সূর্যোদয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে উঠে যাও আর আবছায়া সন্ধ্যায় নেমে আসো ধরনীতে। এ এক প্রশান্তি। তুমি কেবল একটি সত্যকেই অনুসরণ করো।"

    বন্ধুরা, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। এখন "চিরকাল তোমার সঙ্গেই থাকবো" এই গানটি শুনাবো। এই গানের সুরে সুরে চীনা জনগণ কমিউনিস্ট পার্টির প্রতি তাদের ভালোবাসা ও দেশের ভবিষ্যত সুভকামনার কথা বলা হয়েছে। ইয়ে সু ছুয়ান এই গানের কথা লিখেছেন। ইন ছিং করেছেন সুর সৃষ্টি। আর গানটির শিল্পী সোং চু ইং।

    গানের কথা এমন, "ছোট বেলায় আমি শুনেছি, তুমি না হলে আমার নানী মুক্তি পেতো না। খুব ছোট্ট বেলায় আরো শুনেছি, আমার মায়ের গাওয়া তোমাকে প্রশংসা করার সেই গান। দাদা আমাকে জানান, চলার পথে উঠা-নামা হয়। আর মা আমাকে বলেন, জল পথে থাকে ঢেউ। ইতিহাস আমাকে বলে, তোমার আবিষ্কারের পথ দিনে দিনে আরো বিস্তীর্ণ হবে। আর স্বদেশ আমাকে বলে, অবিচলিতভাবে তোমার সঙ্গে আমাকেই থাকতে হবে। ওরা জনগণ ওরা বলে, তোমার আবিষ্কারের পথ দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে।" (ইয়ু কুয়াং ইউয়ে)