সম্প্রতি চীনের ব্যাংকিং তত্ত্বাবধান পরিচালনা কমিটি পেইচিংয়ে দুবাইয়ের অর্থ সেবা ব্যুরোর সঙ্গে দ্বিপক্ষীয় আন্তঃদেশীয় তত্ত্বাবধান ও সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দু'পক্ষ তথ্য বিনিময়, বাজারে প্রবেশ ও ঘটনাস্থল পরীক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হয়েছে।
চীনের ব্যাংকিং তত্ত্বাবধান পরিচালনা কমিটির একজন কর্মকর্তা জানান, এই স্মারক স্বাক্ষর দ্বিপক্ষীয় তত্ত্বাবধান ও সহযোগিতা ব্যবস্থা সুসম্পন্ন করা এবং আন্তঃদেশীয় ব্যাংকিং তত্ত্বাবধানের মান উন্নয়নের জন্য সহায়ক হবে।
এখন পর্যন্ত চীনের ব্যাংকিং তত্ত্বাবধান পরিচালনা কমিটি পর পর ৩০টি দেশ ও অঞ্চলের আর্থিক তত্ত্বাবধান কর্তৃপক্ষের সঙ্গে স্মারক স্বাক্ষর করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|