v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-09 19:51:12    
চাওয়া-পাওয়া অনুষ্ঠানটি আমার প্রিয় অনুষ্ঠানগুলোর একটি

cri
                                 চাওয়া-পাওয়া অনুষ্ঠানটি আমার প্রিয় অনুষ্ঠানগুলোর একটি

     বাংলাদেশের চাঁদপুর জেলার শ্রোতা মো: নাসির খান তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। চাওয়া-পাওয়া অনুষ্ঠানটি আমার প্রিয় অনুষ্ঠানগুলোর একটি। আমি কোন দিন এই অনুষ্ঠান শুনতে মিস করিনি। এ অনুষ্ঠান শুনতে আমার বেশ উপভোগ্য এবং মনোমুগ্ধবার হয়। আমি আশা করি, সি আর আইএর বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে । প্রিয় শ্রোতা বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি তো আমাদের একজন পুরানো শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমরা আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনার মতো শ্রোতা পাওয়া আমাদের সুভাগ্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

     রংপুর জেলার শ্রোতা মো: মহিদুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি স্কুলের ছাত্র। সব সময় পড়াশুনায় ব্যস্ত থাকি। কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার কাছে এত ভাল লাগে তা প্রশংসার কথা শেষ করা যায় না। আপনাদের মিষ্টি মিষ্টি   কন্ঠে উপস্থাপিত বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। চীন ভাষা শিক্ষা, চাওয়া-পাওয়া, মিতালী আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠানগুলো। এখানে আমার এক প্রস্তাব। যদি আপনাদের অনুষ্ঠানে আরও বেশী খেলার খবর, বিশেষ করে ক্রিকিট খেলার খবর থাকে তাহলে অনুষ্ঠানটি আরও আকষর্ণীয় হবে। শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার চিঠিতে যে প্রস্তাব দেয়া হয়েছে তা হল অন্যান্য শ্রোতার প্রস্তাবও। অনেক শ্রোতা একই প্রস্তাব দিয়েছেন। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, চীনে ক্রিকিট খেলা জনপ্রিয় নয় বলে কোন দিন টেলিভিশনে এ খেলা সম্প্রচারিত হয়নি। সুতরাং খুব কম লোক হয়তো এই খেলার নিয়ম জানেন। কিন্তু আমার জানা মত সাম্প্রতিক বছরগুলোতে চীন দেশ এই খেলাকে গুরুত্ব দিচ্ছি। জানা গেছে, এখন একটি জাতীয় দল গঠিত হয়েছে। বলাবাহুল্য বতর্মানে তাদের খেলার যোগ্যতা সন্তোষজনক নয়। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন প্রস্তাব থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

    ঢাকা জেলার শ্রোতা এ কে এম, নাডিচরউদ্দিন তার চিঠিতে লিখেছেন, রেডিও শোনা আমার একটি বড় শখ। আমি বিভিন্ন আন্তর্জাতিক বেতার শুনি । কিন্তু এগুলোর মধ্যে সি আর আই আমার সবচেয়ে প্রিয় বেতার। আমি নিয়মিত সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনি। খুব ভাল লাগে। আমি চীনকে ভালবাসি। সুতরাং চীন সম্পর্কে জানতে আমার খুব আগ্রহী। আপনাদের অনুষ্ঠানের মাধ্যে আমি চীন সম্পর্কে অনেক জেনে ফেলেছি। প্রত্যেক শনিবারের মুখোমুখি ও মিতালি আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পযর্ন্ত শুনি। খুব ভাল লাগে। আশা করি, আমার এই চিঠিও আপনাদের অনুষ্ঠানে প্রচারিত হবে। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। আপনি কি এখন রেডিওয়ের পাশে বসে আছেন? আজকে আপনার আশা বাস্তবায়িত হয়েছে। আশা করি, নিয়মিত চিঠি লিখেন। কোন মতামত ও প্রস্তাব থাকলে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের সহযোগিতা খুব প্রয়োজন।

    পাবনা জেলার শ্রোতা মো: শহীদুল কায়সার লিমন তার চিঠিতে লিখেছেন, দীর্ঘদিন ধরে আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমি স্কুলের একজন শিক্ষক । সময় পেলে আমি রেডিওয়ের পাশে বসে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। সুদূর চীন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে আমার খুব ভাল লাগে। আপনাদের অনুষ্ঠান থেকে আমি চীন সম্পর্কে অনেক জেনেছি। চীন আমাদের বন্ধু দেশ। চীন সম্পর্কে জানতে আমার খুব আগ্রহী। আমার সপ্ন হল জীবনে একবার চীনকে সচক্ষে দেখতে যাওয়া। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হই। আমার মনে হয় , আপনার সপ্ন এক দিন বাস্তবায়িত হবে। চীনে ভ্রমন করতে আসা খুব একটা কঠিন ব্যাপার নয়। এক দিকে আসা-যাওয়া বেশ কঠিন নয়, অন্য দিকে খরচও বেশী নয়। আপনার এই সপ্ন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত হবে বলে আমি আশা প্রকাশ করি। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার ভাল ভাল মতামত ও প্রস্তাব দরকার। যদি থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন।

    রাজশাহী জেলার শ্রোতা দিলারা হাশেম তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। সময় পেলে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতে মিস করি না। বতর্মানে কয়েক জন মেয়ের পরিবেশিত অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। কন্ঠটা খুব মিষ্টি, যদিও উচ্চারণ মাঝে মাঝে একটু অস্পষ্ট মনে হয়।আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । চাওয়া-পাওয়া, চীন ভাষা শিক্ষা, মুখোমুখি ও মিতালী আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আশা করি, আপনাদের অনুষ্ঠান আরও উন্নত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আশা করি, আগের মতো ভবিষ্যেতও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করবো। অবশ্যই শ্রোতাদের সহযোগিতারও খুব দরকার। সুতরাং আপনাদের ভাল ভাল প্রস্তাব দরকার।

    কুষ্টিয়া জেলার শ্রোতা সিডিকি তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন পুরানো শ্রোতা । নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি । আপনাদের অনুষ্ঠান শুনতে ভাল লাগে। চলুন বেড়িয়ে আসি, চীন ভাষা শিক্ষা, চাওয়া-পাওয়া, মুখোমুখি ও মিতালি আমার প্রিয় অনুষ্ঠান। আপনাদের অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনারা অনেক চেষ্টা করেছেন। আশা করি, আমার প্রিয় বেতার সি আর আই বিশ্বের শ্রেষ্ঠ বেতার হবে। প্রিয় বন্ধু, আপনার প্রশংসার জন্যে ধন্যবাদ। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

     ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতা অবনীশ তার চিঠিতে লিখেছেন, আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমার শখ হল রেডিও শোনা। সি আর আই আমার প্রিয় বেতার। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমার ক্লাসের কয়েক সহপাঠিও আপনাদের বাংলা অনুষ্ঠান শুনেন। আমরা মাঝে মাঝে এক সঙ্গে আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোচনাও করি। কিছু দিন আগে আমরা একটি শ্রোতা সংঘ প্রতিষ্ঠা করেছি। এখন আমাদের সদস্যের সংখ্যা ১৫ জন। আমার বিশ্বাস আমাদের সদস্যের সংখ্যা আরও বাড়বে। এথন আমি একটি অনুরোধ করছি। আমাদের সদ্য প্রতিষ্ঠিত শ্রোতা সংঘের জন্যে কিছুটা ম্যাগজিন পাঠাবেন । পাঠালে খুশি হবো। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আশা করি , আপনাদের শ্রোতা সংঘের সদস্যের সংখ্যা আরও বাড়বে। আমরা শিগগিরই সংশ্লিষ্ট ম্যাগজিন পাঠাবো। কোন মতামত ও প্রস্তাব থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের সহযোগিতা দরকার।

    বাংলা দেশের সুনামগন্ঞ্জ জেলার শ্রোমো: শাহাদত হোসেন তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার ভাল লাগে। অনুষ্ঠানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল, চাওয়া-পাওয়া, মিতালী। অবশ্যই

    বাকীগুলোও মন্ড নয়। আশা করি , আপনাদের অনুষ্ঠানে আরও বেশী বিশ্ব খবর প্রচারিত হবে। তা ছাড়া, খেলার জগত অনুষ্ঠানে ক্রিকিট খেলার খবর বেশ প্রচার করুন । তাহলে খুব খুশি হবো। শ্রোতা বন্ধু, আপনি আমাদের একজন পুরানো শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো। আপনার মতো অনেকেই এ ধরনের প্রস্তাব দিয়েছেন। তারাও আমাদের অনুষ্ঠানে বেশী ক্রিকিট খেলার খবর প্রচারের অনুরোধ করেছেন। কিন্তু এই খেলা চীনে মোটেই জনপ্রিয় নয় বলে এ খেলার খবর প্রায় নেই বললেই চলে। সুতরাং আমাদের কিছু করার উপায় নেই।