সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে আসিয়ান দেশগুলোর বাণিজ্যিক বিনিময় অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চল চীন ও আসিয়ানের আন্তর্জাতিক লজিস্টিক পরিবহনের কেন্দ্রে পরিণত হয়েছে ।
কুয়াংসি বাণিজ্য বিভাগের প্রধান লিউ শু সেন জানিয়েছেন যে, বহু বছর নির্মাণের পর কুয়াংসি'র পেইহাই, ছিনচৌ এবং ফাংছেংকাং তিনটি বন্দর চীনের মূলভূভাগ ও আসিয়ানের সামুদ্রিক কেন্দ্রে পরিণত হয়েছে । চীন -ভিয়েতনাম রেলপথ এবং সড়ক পরিবহন নেটওয়ার্কমধ্য-দক্ষিণ উপদ্বীপ ও আসিয়ানের বিভিন্ন দেশের চীনের মূলভুভাগে আসার সবচেয়ে সুবিধাজনক পথ হয়ে উঠেছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে কুয়াংসি ভিয়েতনামের সঙ্গে ১০টি পণ্যদ্রব্য পরিবহন লাইন চালু করেছে । ভবিষ্যতে আরও ৩টি পরিবহন লাইন চালু করবে । অনুমাণ করা হচ্ছে যে, ২০১০ সাল পর্যন্ত কুয়াংসি'র আন্তর্জাতিক পরিবহন লাইন দাঁড়াবে ৩০টিরও বেশি ।
(ছাও ইয়ান হুয়া)
|