১৩ অক্টোবর শেষ হতে যাওয়া উত্তর কোরিয়ার ওপর জাপানের অর্থনৈতিক শাস্তির মেয়াদ আরো ৬ মাস বাড়বে । জাপান সরকার ৯ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার একটি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ।
জাপানের সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে , সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার ব্যাপারে যে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে , জাপান সরকার তার কিছুটা প্রশংসা করেছে । কিন্তু জাপান মনে করে যে , জিম্মি অপহরণের বিষয়ে কোন অগ্রগতি অর্জিত না হওয়া পর্যন্ত জাপান বাধ্য হয়ে উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক শাস্তি বজায় রাখবে ।
উল্লেখে যে , ২০০৬ সালের জুলাই মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান সরকার উত্তর কোরিয়ার ওপর একতরফা শাস্তি আরোপ করে । (থান ইয়াও খাং)
|