১ ডিসেম্বর থেকে চীনে রফতানি ও আমদানিকৃত খাদ্য দ্রব্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের জন্য আন্তর্জাতিক মানের পেট্রিফিল্ম টিএম জরীপ ও পরীক্ষা পদ্ধতি কাজে লাগানো হবে , রফতানিকৃত খাদ্য দ্রব্যের গুণগত মান উন্নত করার জন্যই এই জরিপ ও পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করা হবে ।
জানা গেছে , ঐতিহ্যবাহী পরীক্ষা ও কোয়ারেন্টাইন ব্যবস্থার চেয়ে এ ধরনের পদ্ধতি ব্যবহারের সময় আরো ৩ থেকে ৫ দিন কম লাগবে । ফলে খাদ্য দ্রব্য গুদামে রাখার সময়ও কমে যাবে এবং আরো বেশি খাদ্য দ্রব্য রফতানি করা সম্ভব হবে । এ ছাড়া এই পদ্ধতি প্রয়োগ করলে বর্জ্য পদার্থি এবং পরিবেশ দূষণও বিপুলমাত্রায় কমে যাবে । (থান ইয়াও খাং)
|