চীন মনে করে , কোরীয় উপদ্বীপের শান্তি ব্যবস্থা গড়ে তোলা যেমন উপদ্বীপের জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ , তেমনি এ অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অনুকূল হবে । চীন কোরীয় উপদ্বীপের শান্তি ব্যবস্থা স্থাপনের পক্ষপাতী । ৯ অক্টোবর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন ।
তিনি একটি নিয়মিত সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেন , উত্তর পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী দেশ এবং কোরীয় উপদ্বীপের যুদ্ধ বিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ হিসেবে কোরীয় উপদ্বীপ এবং উত্তর পূর্ব এশিয়ার শান্তি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । (থান ইয়াও খাং)
|