v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-08 21:33:20    
চীন ও ভারত হচ্ছে বহু জাতিক কোম্পানিগুলোর পছন্দের পুঁজি বিনিয়োগের স্থান

cri
** চীন ও ভারত হচ্ছে বহু জাতিক কোম্পানিগুলোর পছন্দের পুঁজি বিনিয়োগের স্থান

    জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ৪ অক্টোবরের বিশ্ব পুঁজি বিনিয়োগের ভবিষ্যত সংক্রান্ত এক জরিপের ফলাফল অনুযায়ী, এখন থেকে ২০০৯ সালের শেষ পর্যন্ত, বিশ্বের বৈদেশিক সরাসরি পুঁজি বিনিয়োগ নিরন্তরভাবে বাড়বে। চীন ও ভারত বহুজাতিক কোম্পানিগুলোর সবচেয়ে পছন্দের পুঁজি বিনিয়োগ স্থান হয়ে উঠবে।

    বিশ্বের ১ হাজার ৫শ' বহু জাতিক কোম্পানির নীতি-নির্ধারকের ওপর চালানো জরিপের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ বহু জাতিক কোম্পানি ২০০৭ থেকে ২০০৯ সালের শেষ নাগাদ নিরন্তরভাবে পুঁজি বিনিয়োগ করতে থাকবে।

    রিপোর্টে বলা হয়েছে, বহু জাতিক কোম্পানির সবচেয়ে পছন্দের বিনিয়োগের স্থান হচ্ছে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল। এর পাশাপাশি চীন ও ভারত হচ্ছে এই অঞ্চলের প্রধান দুটি দেশ। ৩ ভাগের ২ ভাগ নীতি-নির্ধারকের এই দুটি দেশে পুঁজি বিনিয়োগের পরিকল্পনা আছে।

** পাকিস্তানের প্রেসিডেন্টনির্বাচনেপারভেজ মুশাররফ বিশাল ব্যবধানে বিজয়ী

    গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী পারভেজ মুশাররফ বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। কিন্তু সেনা প্রধানেরের পদ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পারভেজ মুশাররফের অংশ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট দায়ের করা রিট মামলার রায় ১৭ অক্টোবর হয়ে গেলেই কেবল নির্বিচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করতে পারবে। রায় পেছালে ফল প্রকাশও পেছাবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, বতর্মান দুই দক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে। জানা গেছে, মোট ২৫৭ সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ২৫২টিই পেয়েছেন মুশাররফ।

    এর আগে গত ৫ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির জন্যে একটি সমঝোতামূলক চুক্তি সাক্ষর করেন। পরে ঐ চুক্তিটিই আইনী বৈধতা দিতে অধ্যাদেশ আকারে জারি করা হয়। মন্ত্রীসভার অনুমোদনের পর পারভেজ মুশাররফ অধ্যাদেশটিতে স্বাক্ষর করেন। অধ্যদেশ অনুযায়ী ১৯৮৮ থেকে ৯৯ সাল পযর্ন্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত সকল রাজনীতিবিদ, আমলা ও ব্যাংকারকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ অধ্যাদেশে বেনাজির সকল দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলেও নেওয়াজ শরীফ তা পান নি।

    ২ অক্টোবর পাকিস্তানের তথ্য মাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিরোধী দলভুক্ত ৮৫ জন পার্লামেন্ট সদস্য এদিন পদত্যাগ করেছেন।

    স্পীকার চৌধুরী আমির হুসেইন বলেছেন, ৮৫ জন সদস্য এদিন সকালে পদত্যাগ পত্র পেশ করেছেন। তিনি আরো বলেন, এসব সদস্যের পদ ত্যাগ প্রেসিডেন্ট নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবে না।

** নেপাল সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচন স্থগিত করেছে

    নেপালের নির্বাচন কমিটি ৫ অক্টোবর অনুষ্ঠিত এক জরুরী অধিবেশনে ২২ নভেম্বরের সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচনের সময়সূচী বাতিল করার কথা ঘোষণা করেছে। নতুন নির্বাচনের সময় এখনও ঠিক হয় নি।

    অস্থায়ী সরকারের অনুরোধে নেপালের নির্বাচন কমিটি এ সিদ্ধান্ত নেয়। নেপালের যৌথ সরকারের প্রধান ক্ষমতাসীন পার্টি ও নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে মতৈক্য না হওয়ায় এর অন্যতম কারণ।

    অন্য এক খবরে জানা গেছে, নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ৫ অক্টোবর বলেছেন, ১১ অক্টোবর বিকালে অনুষ্ঠেয় অস্থায়ী পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রজাতান্ত্রিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

** ভারত অগ্নি-এক নামে পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে

    ৫ অক্টোবর ভারতের সেনাবাহিনী জানিয়েছে , এ দিন ভারত অগ্নি-এক নামে পরমাণু ওয়ারহেডবাহী একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে ।

    সেনাবাহিনী জানায় , এ দিন সকাল ১০টা ৪০ মিনিটে ভারতের পূর্বাংশের উড়িষ্যা রাজ্যের হুইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে । নিক্ষেপণের স্থানটি উড়িষ্যা রাজ্যের রাজধানী ভূবনেশ্বর থেকে দেড় শো কিলোমিটার দূরে । ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও'র বিজ্ঞানীসহ কয়েক শো কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

** ভারতে পদপিষ্ট হয়ে ৬৩ জন হতাহত

    ভারতের তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের মোঘলসরাই রেল স্টেশনে ৩ অক্টোবর বিকালে পদপিষ্ট হয়ে ১৫ জন নিহত এবং ৪৮জন আহত হয়েছে।

    ৩ অক্টোবর বিকালে তীর্থযাত্রী বোঝাই দুটি ট্রেন একই সময় স্টেশনে পৌঁছুলে প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বেড়ে যায়। এ সময় ভীড়ের চাপে পদপিষ্ট হয়ে ১৫জন বৃদ্ধা নিহত হয়।

    আরেকটি খবরে জানা গেছে, যাত্রীদের অধিকাংশই হচ্ছে হিন্দু তীর্থযাত্রী। তারা রেল ষ্টেশন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হিন্দু ধর্মের পবিত্র স্থান বারানসির গঙ্গা নদীতে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিল। (ইয়ু কুয়াং ইউয়ে)