চীনে বিশ্বের বৃহত্তম আকস্মিক গণ স্বাস্থ্যহানির ঘটনা, সংক্রামক রোগ , দুর্যোগ ও রোগ প্রতিরোধ অবস্থার রিপোর্ট করার জন্য ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। চীনের স্বাস্থ্য উপমন্ত্রী ওয়াং লোং দে ৮ অক্টোবর পেইচিংয়ে এ কথা বলেন।
চীনের দুর্যোগ প্রতিরোধ ও হ্রাস বিষয়ক মন্ত্রী ফোরামে ওয়াং লোং দে বলেন, ২০০৬ সাল পর্যন্ত চীনের জেলা পর্যায়ের চিকিত্সা সংস্থা ৯৫ শতাংশ আকস্মিক গণ স্বাস্থ্যহানির ঘটনা রিপোর্ট করে। থানা পর্যায়ের চিকিত্সা সংস্থা ৭০ শতাংশ ঘটনার রিপোর্ট দেয়। রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র নেটের মাধ্যমে শতভাগ আকস্মিক গণ স্বাস্থ্যহানি ঘটনা রিপোর্ট করা সম্ভব।
ওয়াং লোং দে বলেন, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ধাপে ধাপে কেন্দ্রীয়, প্রাদেশিক, শহর ও জেলা এই চারটি পর্যায়ের স্বাস্থ্যহানি মোকাবিলার জরুরী ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করবে।বিশেষ করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যহানি মোকাবিলার জরুরী ব্যবস্থা ও সামর্থ্যের বিনির্মাণ জোরদার করবে। স্বাস্থ্যহানি মোকাবিলায় জরুরী ব্যবস্থাপনা , দুর্যোগ ও রোগ প্রতিরোধ কাজে তৃণ মূলের ভূমিকা যথাযথভাবে পালিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|