ফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা ৮ অক্টোবর জানিয়েছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিছু দিনের মধ্যে ফাতাহর অধীনস্থ বিশেষ সেনা " ইউনিট ফোস-১৭" ভেঙ্গে দেয়ার পরিকল্পনা নিয়েছেন। ভেঙ্গে দেয়ার পর এই বিশেষ সেনা ইউনিটটি আব্বাসের রক্ষী বাহিনীতে অন্তর্ভূক্ত করা হবে।
একটি খবরে জানা গেছে, ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি এবং যুক্তরাষ্ট্রের উপস্থাপিত কর্মসূচী অনুযায়ী এ পরিকল্পনা নেয়া হয়েছে। বতর্মানে " ফোস-১৭ " তার নিয়ন্ত্রিত সামরিক স্থাপনগুলো আব্বাসের রক্ষী বাহিনীকে হস্তান্তর করেছে।
(চিয়াং চিন ছেন)
|