১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত চীন সরকারের ক্রয়ের পরিধি প্রতি বছর প্রায় ৭০ শতাংশ হারে বেড়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইঞ্জিনিয়ারিং ও সেবা খাতে দ্রুত গতিতে ক্রয় বেড়েছে। অনেক জায়গায় তথ্য নেটের উন্নয়ন ও পরামর্শ, ব্যাংকিং শিল্পের প্রতিনিধি, আইন বিষয়ক পরামর্শ, প্রকল্পের তত্ত্বাবধান, রিয়্যাল এস্টেটের ব্যবস্থাপনাসহ সেবা খাতকেও সরকারী ক্রয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চীন সরকারের ক্রয় টেকসইভাবে বাড়তে থাকবে। ক্রয়ের প্রকৃতি আরো নিয়মমাফিক হবে। প্রকাশ্যে টেন্ডার আহবান ছাড়াও অন্যান্য ক্রয় পদ্ধতিসহ ক্রয় কাঠামো প্রতিষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|