ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিশ সীমান্ত অঞ্চলে ইরান-ইরাক সীমান্তের পাঁচটি চেক-পয়েন্ট পুনরায় খুলে দেয়া হয়েছে। ৮ অক্টোবর ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিশ স্বায়ত্তশাসিত সরকারের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
তিনি বলেন, ইরাকের কুর্দিশ স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রতিনিধি দল তিন দিন আগে ইরানে রাষ্ট্রীয় সফর করে আসার পর ঐ সীমান্ত চেক-পয়েন্টগুলো খুলে দেয়া হয়।
ইরাকে মার্কিন সেনাবাহিনী ২০ সেপ্টেম্বর বলেছে, কুর্দিশ অঞ্চলে ইরানের বিপ্লবী সংস্থার অধীনস্থ সশস্ত্র সংস্থার একজন বিশেষ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ইরান অবশ্য এ খবর অস্বীকার করেছে । একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর কুর্দিশ অঞ্চলের সীমান্ত চেক-পয়েন্ট বন্ধ ছিল।----ওয়াং হাইমান
|