চীনে সামাজিক বীমা ব্যবস্থার আওতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে । বয়স্কদের দেখাশুনা , চিকিত্সা , কর্মসংস্থান , আহত শ্রমিকদের সেবা যত্ন এবং প্রজননসহ ৫টি সামাজিক বীমা তহবিলের বার্ষিক আয় ২০ শতাংশ করে বাড়ছে । চীনের শ্রম ও বীমা ব্যবস্থা মন্ত্রণঅলয়ের একজন কর্মকর্তা সম্প্রতি এ কথা বলেছেন ।
তিনি বলেন , ২০০২ সাল থেকে চীন সামাজিক বীমা খাতে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । চীনে সামাজিক বীমা ব্যবস্থা পূর্ণাঙ্গতা লাভ করেছে । ২০০৬ সালে চীনে ৫টি সামাজিক বীমা তহবিলের আয় ২০০২ সালের তুলনায় দ্বিগুণ বেড়ে দেড় ট্রিলিয়ন ইউয়ান হয়েছে । (থান ইয়াও খাং)
|