পরমাণু সমস্যা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ করতে চায় না। ৭ অক্টোবরইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তেহরাণে বলেন, জানাইউরেনিয়াম সমৃদ্ধকরণ সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে অযৌক্তিক ব্যাপার। কারণ ইরান পরমাণু প্রযুক্তি উন্নয়নের বৈধ অধিকার রয়েছে ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার কার্যকলাপ ও আচরণে মৌলিক পরিবর্তন আনলে , ইরান তার সঙ্গে সংলাপ করার কথা বিবেচনা করবে । তিনি আরো বলেন, সংলাপের শর্ত কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে ইরান, কোনমতেই মার্কিন প্রেসিডেন্ট বুশ নন।
৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেছেন, ইরান তার পরমাণু পরিকল্পনা ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলে , যুক্তরাষ্ট্রের পক্ষে তর সঙ্গে সংলাপে যাওয়া সম্ভব হবে। ----ওয়াং হাইমান
|