২০০৮ সালের আগে চীনের তিব্বতের দু হাজার গ্রামে বিনোদন কেন্দ্র ও অন্যান্য প্রয়োজনীয়অবকাঠামো গড়ে তোলার জন্যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ৪৬ কোটিরও বেশী ইউয়ন রেন মিন পির তহবিল গড়ে উঠেছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে কৃষি ও পশুপালন এলাকার উন্নয়নে দেশের ও স্বায়ত্তশাসিত অঞ্চলের পুঁজিবিনিয়োগ একটানাভাবে বাড়ছে। ৫৭০০টিরও বেশী গ্রামের মধ্যে অর্ধেকের বেশী গ্রামে নানা ধরনের তত্পরতা আয়োজনের কেন্দ্র, স্বাস্থ্যরক্ষা , বেতার ও টেলিভিশন , টেলিযোগাযোগ , ডাক, পানি, বিদ্যুত ও সড়ক সহ বিভিন্ন অবকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য, তিব্বতের বেশী আয়তনের তুলনায় মানুষ কম বলে এখনও দু হাজার গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নেই।
|