 উত্তর-পূর্ব চীনের দ্বিতীয় বৃহত্তম বন্দর ইয়েং খৌয়ে মালামাল লোডিং-আনলোডিং-এর পরিমান ৮ অক্টোবর ১০ কোটি টন ছাড়িয়ে গেছে । ফলে চীনে ১০ কোটি টন কিংবা তার বেশি সামগ্রী লোডিং-আনলোডিং করার ক্ষমতাসম্পন্ন বন্দরের সংখ্যা এখন ১০টি ।
এর আগে চীনের সাংহাই , নিং বো , কুয়াং চৌ , থিয়েন চিন , ছিং তাও , সেন চেন , ছিন হুয়াং তাও , তা লিয়ান ও রি চাও এ ৯টি বন্দরের ১০ কোটি টন সামগ্রী লোডিং -আনলোডিংয়ের ক্ষমতা আছে । ২০০৩ সাল থেকে চীনের বন্দরের সামগ্রী ও কন্টেইনার লোডিং-আনলোডিংয়ের পরিমাণ একটানা ৪ বছরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের বন্দর নির্মাণের প্রক্রিয়া দ্রুত হচ্ছে । বর্তমানে চীনের প্রধান জাহাজ নোঙর করার জায়গা ১০ হাজারেরও বেশি । (শুয়েই ফেই ফেই)
|