v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-09 21:07:13    
চীনের জাতীয় থিয়েটার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে

cri

    ২৫ সেপ্টেম্বর ছিল চীনের ঐতিহ্যিক মধ্য শরত্ উত্সব । নতুন নির্মিত চীনের জাতীয় থিয়েটার এ দিন সন্ধ্যায় প্রথম অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে তার যাত্রা শুরু করেছে । চীনের জাতীয় থিয়েটার হল চীনের একটি বড় সাংস্কৃতিক সংস্থা । এ থিয়েটার চালু হওয়ায় সমাজের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষন করেছে ।

    চীনের ঐতিহ্যিক পূর্ণিমা উত্সবের রাতে থিয়েটার ও পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর নির্মাতারা , থিয়েটার নির্মাণের জন্য অন্যত্র স্থানান্তরিত বাসিন্দারা এবং বিভিন্ন মহলের প্রতিনিধিরা প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উদ্বোধনী দিনকার পরিবেশ আনন্দমুখর ছিল । লিউ সুই জাতীয় থিয়েটার নির্মান প্রকল্পের একজন শ্রমিক । তিনি সাংবাদিককে বলেন , আমি জাতীয় থিয়েটার নিমার্নের গোটা প্রক্রিয়ায় অংশ নিয়েছি । আমার মতো অজস্র শ্রমিক একটি একটি ইট দিয়ে এ থিয়েটার নিমার্ণ করেছেন। কাজেই থিয়েটারের প্রতি আমাদের মমতা গভীর । আজ থিয়েটারের প্রথম অনুষ্ঠানের দশর্ক হিসেবে অনুষ্ঠান উপভোগের সুযোগ পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করি ।

    দশর্ক লিউ চুন মিন থিয়েটার অঞ্চলের বাসিন্দার ছিলেন । তিনি থিয়েটারের জন্য অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন । তিনিও অনুষ্ঠান দেখার জন্য এসেছেন । তিনি বলেছেন , আমি থিয়েটার অঞ্চলে বিশ বছর ছিলাম । এখানে আমাদের বাড়ী ছিল । আজ এখানে আসার সুযোগ পেয়ে খুশি হয়েছি । অনুষ্ঠান উপভোগের আগে আমি থিয়েটারের চারপাশ ঘুরেছি । আমি দেখেছি থিয়েটার সত্যিই মহিমাময় । এ থিয়েটার চীনের রাজধানী পেইচিংয়ের এক প্রতিনিধিত্বকারী স্থাপত্য হবে ।

    চীনের জাতীয় থিয়েটারের পরীক্ষামূলক চালু ও পয়লা অক্টোবর জাতীয় দিব

স উদযাপন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় থিয়েটারে ২৩টি অনুষ্ঠান পরিবেশিত হবে। এ মধ্যে রয়েছে অপেরা ,ব্যালে নৃত্য , নাটক ও ঐতিহ্যিক অপেরা । পরীক্ষামূলকভাবে অনুষ্ঠান আয়োজনের আরেকটি উদ্দেশ্য হল থিয়েটারের বিদ্যুত ব্যবস্থা , মঞ্চ ব্যবস্থা , নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করা এবং থিয়েটারের আনুষ্ঠানিক চালুর জন্য প্রস্তুতি নেয়া ।

    চীনের জাতীয় থিয়েটারের ডিজাইনার হলেন ফ্রান্সের বিখ্যাত স্থাপত্য ডিজাইনার পল এন্ড্রু । জাতীয় থিয়েটার পেইচিংয়ের কেন্দ্রস্থলের থিয়েন আন মেন মহাচত্তরের পশ্চিম দিকে অবস্থিত , এর পাশেই মহাগণভবন । থিয়েটারের নিমার্ন কাজ ২০০১ সাল থেকে শুরু হয়। গোল আকারের থিয়েটার ভবনটির উচ্চতা ৪৭ মিটার । থিয়েটার ভবনের চার পাশে হ্রদ ও ফুলের বাগান । কাজেই থিয়েটারটি যেন একটি পানির ফোটার মত পানির উপর ভাসছে । সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে থিয়েটারের আলোকসজ্জা যেন আকাশের তারার মতো জ্বল জ্বল করে । দেখতে সত্যিই সুন্দর । এই থিয়েটারের ডিজাইন অত্যন্ত বৈশিষ্ট্যপুর্ণ।

    থিয়েটার নিমার্ণ প্রকল্পের  দায়িত্বশীল কর্মকর্তা ফেই ছেন চুন সি আর আইয়ের সাংবাদিককে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , নিমার্নের সময় তারা স্থাপত্য শিল্পের সাতটি বড় অসুবিধা অতিক্রম করেছেন । তিনি বলেছেন ,  নিমার্নের সময় প্রথম বড় অসুবিধা হলো ইস্পাতের ছাদ ৪৭ মিটার উচুতে উঠানো । এ স্থাপত্যের ছাদ পেইচিংয়ের সব ইমারতের ছাদের চেয়ে বড় । এর মোট আয়তন ২৫ হাজার পাঁচ শ' বর্গমিটার । এত বড় একটা ছাদ কি ভাবে এত উচু জায়গায় উত্তোলন করা যায় । এ ছাড়া পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর মাঝখানে খোলা মাঠ , থিয়েটার কিন্তু একটি বন্ধ স্থাপত্য। এতো বড় একটি ছাদ উত্তোলন করার কাজ আগে আমরা কখন করি নি । পেইচিং পৌর সরকারের একজন উপদেষ্টা বলেছেন ,তিনি ৫৩ বছর দালান নিমার্নের কাজ করেছেন ,কিন্তু এত জটিল কাজ তিনি কখনও দেখেন নি ।

    জাতীয় থিয়েটারের আরেকটি অসুবিধা হল থিয়েটারের ভিত্তির ৩২ মিটার গভীরতা । পেইচিংয়ের মাটির নীচে ১৮ থেকে ১৯ মিটার পরেই নীচে পানি উঠে আসে । কীভাবে পানির মধ্যে থিয়েটারের ভিত্তি স্থাপন করা যায় ? এটা সত্যিই একটি বড় সমস্যা । চীনের প্রযুক্তিবিদদের সাহায্যে থিয়েটারের ভিত্তি স্থাপনের কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে । এতে থিয়েন আন মেন মহাচত্ত্বর ও মহাগণভবনসহ আশেপাশের স্থাপত্যের কোনো ক্ষতি হয় নি ।

    চীনের জাতীয় থিয়েটার তিন ভাগে বিভক্ত । এ তিন ভাগ হলো অপেরা ভবন , সংগীত ভবন ও ঐতিহ্যিক অপেরা ভবন । মোট আসন সংখ্যা পাঁচ হাজার চার শ' । এর মধ্যে অপেরা ভবনের স্থাপত্য শৈলী সবচেয়ে দৃষ্টি নন্দন। এ থিয়েটারে ব্যালে নৃত্য অনুষ্ঠান পরিবেশনের  জন্য মঞ্চের মেঝ টেরা করার ব্যবস্থা আছে । চীনের থিয়েটারগুলোর মধ্যে শুধু এই থিয়েটারেই এ ব্যবস্থা আছে । সংগীত ভবনে বিশ্বের নানা ধরনের সংগীত পরিবেশনের ব্যবস্থা রয়েছে । ঐতিহ্যিক অপেরা ভবন চীনের ঐতিহ্যিক শৈলীতে নির্মিত হয়েছে ।

    চীনের জাতীয় থিয়েটারের নির্মাণ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা ফেন ছেন চুন বলেছেন , জাতীয় থিয়েটারের সরঞ্জামগুলো আধুনিক । থিয়েটারের শব্দ ব্যবস্থা পরীক্ষার জন্য আমরা একটি পরীক্ষা করেছি । আমি থিয়েটারের মঞ্চে একটি কাগজ ছিড়েছি। আমরা দেখেছি থিয়েটারের কোনে বসা দশর্ক পর্যন্ত কাগজ ছেড়ার শব্দ শুনতে পারে । এ থিয়েটারের একুয়াষ্টিকসহ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা চমত্কার । 

    চীনের জাতীয় থিয়েটারের পরীক্ষামূলক অনুষ্ঠান পরিবেশন পর্ব শেষ হওয়ার পর রাশিয়া ,যুক্তরাষ্ট্র ,ফ্রান্স ও ইত্যালিসহ পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের অপেরা শিল্পীদল ও সংগীত শিল্পীরা এ থিয়েটারে অনুষ্ঠান পরিবেশন করবে ।

    চীনের জাতীয় থিয়েটারের উপপ্রধান তেন ই চিয়ান বলেছেন চীন বিশ্বের উত্কৃষ্ট সংস্কৃতির জন্য পারস্পরিক সমঝোতা বাড়ানো ও পরস্পরকে জানার একটি ফ্ল্যাটফর্ম সৃষ্টি করেছি । বিদেশের নামকরা শিল্পীদল চীনের জাতীয় থিয়েটারে অনুষ্ঠান পরিবেশন করতে পারে , চীনের অপেরা , নাটক ও সংগীতও এ থিয়েটারের মাধ্যমে আরো বিশ্বমুখী হবে ।