আজকে সবাই হিপহোপ সম্পর্কে কিছু না কিছু জানে। হিপহোপ বিংশ শতাব্দীর আশি'র দশকে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবকদের মধ্যে চালু হয়েছিল। রাস্তায় রাস্তায় যুবকের হিপহোপ শুরু করে এবং যা কোনো অঞ্চল বা জায়গার সীমাবদ্ধ নয়। তাই চীনা ভাষায় আমরা তাকে চিয়ে উ বলি। চিয়ে উ মানে রাস্তার নাচ। এই নাচে সবাই ইচ্ছা মতো অংশ নিতে পারে, নাচতে পারে, এই নাচ দেখতেও দারুন লাগে। এর মাধ্যমে প্রতিযোগিতাও করা যায়, এই জন্য যুবকদের মধ্যে এটি খুবই জনপ্রিয়। আস্তে আস্তে নাচ থেকে হিপহোপ রীতিমতো সংস্কৃতি হয়ে উঠেছে। আজকের অনুষ্ঠানের ব্যক্তিত্ব সিয়াও ছুয়ান, তার আসল নাম ছেন ইউং চৌ। তিনি হলেন হিপহোপ মহলে চীনের একজন বিখ্যাত ব্যক্তি।
৩২ বছর বয়স্ক সিয়াও ছুয়ান, মাথায় সাদা বেরেই, গায়ে ঢিলে ঢালা টি-শার্ট আর ট্রাউজার। গলায় ঝোলানো সাদা তোয়ালে । কথাবার্তায় ভদ্র ও বিনয়ীভাব। হাসিখুশি মুখ। তার চরিত্রের বৈশিষ্ট্য বোঝা যায় তার কথায়। চীনের অনেক হিপহোপ প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে অংশ নেন। মাঝে মাঝে তিনি নিজেও পরিবেশন করেন। হিপহোপ এক রকম স্বেচ্ছানৃত্য বলে মনে করেন সিয়াও ছুয়ান। তিনি দরদী মন নিয়ে হিপহোপের উন্নয়নের দিকে চোখ রাখেন। তিনি বলেন:
"দশ বছরেরও বেশি সময় ধরে আমি হিপহোপকে আমার জীবনের একটি অংশ হিসেবে মনে করি। যেমন প্রতি দিন নাস্তা খেতে হয়, ঘুমাতে হয়, তেমনি আমাকে প্রতি দিন হিপহোপ নাচতে হয়। আমি হিপহোপ শুরু করার পর থেকে এ পর্যন্ত আমার আবেগ একটুও কমেনি। অন্য কেউ হিপহোপ পছন্দ করুক বা না করুক, আমি কিন্তু খুব ভালবাসি। এই জগতে ঢুকে আমার মনে হয় যেন ব্ল্যাক হোলে ঢুকেছি। আমাকে কেবলই আকর্ষণ করে। যত বেশি চর্চা করি ততোই মনে হয় হিপহোপ খুব গভীরতর এক সংস্কৃতি।"
সিয়াও ছুয়ানের একজন বন্ধু তাকে এমন কথাও বলেছেন, শরীরের পেশির মতো মানুষের মনেরও অনুশীলন দরকার। যত বেশি চর্চা হবে তত শক্তিশালী হয়ে উঠবে। ১৯৮০ সালে সিয়াও ছুয়ানের বাবা মা তাকে যুক্তরাষ্ট্রে পাঠান। ছোটবেলায় তিনি অনেক অসুবিধা মোকাবেলা করেছেন। যেমন নতুন ভাষা, নতুন জীবনযাত্রা, একা থাকা। এতো আলাদা এক পরিবেশে মাত্র ৫ বছরের সিয়াও ছুয়ান খাপ খাইয়ে নিয়েছিলেন। প্রাথমিক স্কুলে পড়াশোনা শেষে তিনি আবার চীনে ফিরে আসেন। পরিবেশ আবার বদলে যায়। তার জন্য এলেন আরেক অভিজ্ঞতা। তখন সিয়াও ছুয়ানের স্বপ্ন হলো ফুটবল খেলোয়াড় হওয়া। কিন্তু পরে একবার খেলার সময় তার পা ভেঙে যায়। এরপর তিনি ফুটবল ছেড়ে দেন। তার সমবয়সী ছেলে মেয়েদের চেয়ে বেশি অভিজ্ঞতা ছিল বলে সিয়াও ছুয়ান খুব সাহসী হয়ে ওঠেন। তিনি বলেন:
"পা ভেঙে গেলে আমার ফুটবল খেলার স্বপ্নও ভেঙে যায়। কথায় বলে, কিছু হারালে কিছু পাওয়াও যায়। তখন আমার মন খুব খারাপ ছিল। কিন্তু ঐ ঘটনা না ঘটলে আমি আজকের আমি হতে পারতাম না। তাই আমি বলি যে ঘটনাই ঘটুক না কেন আমার পৃথিবী ভেঙে যাবে না। এখন অবস্থা যত খারাপই হোক আমি আবার প্রথম থেকে শুরু করতে পারি।"
বিংশ শতাব্দীর ৮০'র দশকে চীনের তরুণ-তরুণীরা মার্কিন ছবি "ব্রেকিং" খুব পছন্দ করতো। টিনেজাররা এ রকম নাচ খুব পছন্দ করতো। তাও সিয়াও ছুয়ানের দৃষ্টি আকর্ষণ করে। পরে চীনের চলচ্চিত্র পরিচালক থিয়েন জুয়াং জুয়ান "ইয়াও কুন ছিং নিয়ান" ছবিটি তৈরী করেন। এতে চীনের রক অ্যান্ড রোল-প্রিয় তরুণ-তরুণীদের জীবনের গল্প বলা হয়েছে। সিয়াও ছুয়ানও তখনই আগ্রহী হয়ে উঠেন। শুরু হয়ে গেল হিপহোপের প্রতি প্রেম। তারপর নিরন্তর বিশ বছর হিপহোপ চর্চা। সিয়াও ছুয়ান বলেন:
"শিল্পের বিভিন্ন শাখার মধ্যে সংযোগ আছে। আমার প্রত্যাশা হলো শিল্পের এই আন্ত সম্পর্ক আমি তৈরী করতে পারবো। যুক্তরাষ্ট্রে একটি টিভি শো আছে, নাম ডান্সার। এটি একটি নাচের প্রতিযোগিতা অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারীরা লাতিন, ব্যালে, মডার্ন, হিপহোপ সব ধরনের নাচ পারে। তাদের পরিবেশন দেখে আমি খুব আশ্চর্য হই। আমার ধারণা গড়ে ওঠে যে, একজন নৃত্যশিল্পী হিসেবে সব ধরনের নাচ শিখতে হবে। আমার পক্ষে এটা কঠিন ব্যাপার নয়, কারণ আগে আমিও বিভিন্ন রকমের নাচ শিখেছি, যেমন ক্লাসিক্যাল, আধুনিক , ব্যালে এবং হিপহোপ। আমি বিভিন্ন নাচের ভাল দিক শিখছি। চীনের ঐতিহ্যিক নাচও আমার খুব ভাল লাগে। আমি চেষ্টা করছি বিভিন্ন রকমের নাচের ভাল দিকগুলো জোড়া লাগাতে।"
২০০৩ সালে সিয়াও ছুয়ান চীনের সিসিটিভি'র আমন্ত্রণে একটি হিপহোপ শেখানোর অনুষ্ঠান উপস্থাপন করতে শুরু করেন। তখন চীনে হিপহোপ হলো সবচেয়ে জনপ্রিয় ও ফ্যাশনেবল স্পোট। পরে সিয়াও ছুয়ান অনেক হিপহোপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০০৫ সালের বসন্ত উত্সব উদযাপন অনুষ্ঠানে সিয়াও ছুয়ান প্রধান নৃত্য পরিচালক ছিলেন এবং হিপহোপে অংশ নেন।
হিপহোপ ছাড়া সিয়াও ছুয়ানের আরো অনেক শখ আছে। যেমন বাস্কেটবল, টেবল টেনিস, বিলিয়াডস, সঙ্গীত এবং গাড়ি চালিয়ে ভ্রমণ করা। যখন যা করতে ভালো লাগে তাই করেন সিয়াও ছুয়ান।
কিছু দিন আগে তিনি চীনের কুই চৌয়ে সংখ্যালঘু জাতি অঞ্চলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই অনুষ্ঠান দেখে সিয়াও ছুয়ানের হিপহোপের সঙ্গে চীনের ঐতিহ্যিক নাচের মিশ্রন ঘটানোর ধারণা গড়ে ওঠে। এখন তিনি সে চেষ্টাই করছেন। সিয়াও ছুয়ান মনে করেন হিপহোপ নাচ হিসেবে অতুলনীয়। এতে কোনো ঠিক বা ভুল মুভমেন্ট নেই, পুরোপুরি রিল্যাক্স থাকলে আপনি এর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। (ইয়াং ওয়েই মিং)
|