|
|
(GMT+08:00)
2007-10-07 19:26:02
|
পাকিস্তানের প্রেসিডেন্টনির্বাচনেপারভেজ মুশাররফ বিশাল ব্যবধানে বিজয়ী
cri
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী পারভেজ মুশাররফ বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। কিন্তু সেনা প্রধানেরের পদ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পারভেজ মুশাররফের অংশ গ্রহণনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট দায়ের করা রিট মামলার রায় ১৭ অক্টোবর হয়ে গেলেই কেবল নির্বিচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করতে পারবে। রায় পেছালে ফল ফল প্রকাশও পেছাবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, বতর্মান দুই দক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে। একটি খবরে প্রকাশ, মোট ২৫৭ সদস্য ভোটদান করেছেন। মুশাররফ ২৫২টি ভোট পেয়েছেন।
|
|
|