পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ ৭ অক্টোবর স্বীকার করেছেন যে, এদিন উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় অঞ্চলেপাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের তুমুল গুলি বিনিময় হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ২০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।
আরশাদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা এদিন উত্তর ওয়াজিরিস্তানে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছিল। নিরাপত্তা বাহিনী দ্রুত হেলিকপ্টার থেকে হামলার জবাব দেয়। গুলিবিনিময়ে ২০ জন সশস্ত্র ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দু'জন সৈন্য নিহত এবং ৬ জন আহত হয়েছেন। দু'পক্ষের গুলি বিনিময় এখনও চলছে।
উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী গত বছরের সেপ্টেম্বর মাসে সরকারের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তি এ বছরের জুলাই মাসে এসে একতরফাভাবে লঙ্ঘন করে। এরপর পাকিস্তানের উত্তরাঞ্চল বিশেষ করে আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উপজাতীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘন ঘন ঘটতে থাকে। এতে এ পর্যন্ত কয়েক শ'রও বেশী লোক নিহত হয়েছে। (লিলি)
|