ইরাকের শিয়া সম্প্রদায়ের দুটো রাজনৈতিক সম্প্রদায় আল সদর ও সুপ্রিম ইসলামিক ইরাকী কাউসিল ৬ অক্টোবর বলেছে, শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর নাজাফে দু'পক্ষ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে একে অপরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।
চুক্তিতে দু'পক্ষ যে অবস্থায় রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিরোধের অঙ্গীদার করেছে এবং একটি যৌথ কমিটি প্রতিষ্ঠা করতে রাজী হয়েছে, যাতে দুই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল করা যায়।
গত কয়েক মাসে দক্ষিণ ইরাকে শিয়া সম্প্রদায়ের অধ্যূষিত এলাকায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ সব হামলার সঙ্গে সংঘতিপূর্ণ দুটি শিয়া সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে। বিশ্লেষকগণ মনে করেন, এই যুদ্ধ বিরতি অনুসরণ ও কার্যকর হলে, ইরাকের সার্বিক সমঝোতার জন্যে তা অনুকূল হবে। (খোং চিয়া চিয়া)
|