২০০৬ সালে ১৮০টিরও বেশী দেশ ও অঞ্চলের প্রায় এক লাখ ৬০ হাজারেরও বেশী চীনা ছাত্রছাত্রী চীনে লেখাপড়া করেছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, চীনের শিক্ষাঙ্গনগুলোর বৈদেশিক বিনিময় এবং সহযোগিতা আরো উচ্চ মান ও ব্যাপক পর্যায়ে উন্নীত হচ্ছে। বর্তমানে চীন বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চলের সঙ্গে পারস্পরিক ডিগ্রি ও ডিপ্লোমার স্বীকৃতি দেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। চীনের শিক্ষার উচ্চ গুণগত মান আরো বেশী দেশের স্বীকৃতি পেয়েছে। ২০০৬ সালে চীনে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের সংখ্যা ২০০০ সালের চেয়ে তিন গুন বেড়েছে।
জানা গেছে, চীন সরকার অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়ার ভালো পরিবেশ তৈরী এবং সুবিধাজনক অধ্যয়ন সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন সরকার অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের জন্য বৃত্তিও চালু করেছে। ২০০৬ সাল থেকে এ বৃত্তি পাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা প্রতি বছর ১০ হাজার পার্সন-টাইমসে দাঁড়িয়েছে এবং বৃত্তির মানদন্ডও বাড়ানো হয়েছে। (লিলি)
|