v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-06 19:35:20    
চাওয়া পাওয়া ( ২৯ জুলাই )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, এক সপ্তাহ অপেক্ষার পর আমরা চাওয়া পাওয়া অনুষ্ঠানে আবার মিলিত হচ্ছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানের প্রথমে আমার গত বারের অনুষ্ঠানের একটি ভূলের জন্যে শ্রোতাবন্ধুদেরকে দুঃখিত বলতে হবে। গত সপ্তাহে আমি "অনেক কিছুই ঠিক বলে জেনে"নামের গানটি শুনিয়েছিলাম। নিশ্চয়ই সবাই শুনেছেন? গানের গীতিকার হচ্ছেন আমাদের বিভাগের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন। আসলে এই গানটি শাকিলা জাফরের গাওয়া নয়। গানটি গেয়েছেন পারর্ভীন সুলতানা। এ জন্য আমি দুঃখিত। পরবর্তী অনুষ্ঠানে আমি আরো সচেষ্ট থাকবো। আশা করি শ্রোতাবন্ধুরা আগের মতো ভবিষ্যতেও আমাদের চাওয়া পাওয়া নিয়মিত শুনবেন এবং সুন্দর পরামর্শ দেবেন। বন্ধুরা, এবারে তাহলে মূল অনুষ্ঠান শুরু করা যাক।

    বাংলাদেশের ঢাকার এইচ.এম.তারেক আমাদের অনুষ্ঠানে শ্যামল মিত্রের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। ভাই তারেক, এখন আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে আসুন "কত ফাগুনের মাধুরী" শ্যামল মিত্রের গাওয়া এই গানটি শোনা যাক।

    বাংলাদেশের জামালপুর জেলার বালিজুড়ী বাজার গ্রামের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভানেত্রী কামরুন নাহার শীলা আমাদের অনুষ্ঠানে সবার সঙ্গে শিল্পী খালিদের গাওয়া একটি গান উপভোগ করতে চেয়েছেন। গানের কলি হলো: তুমি আমার ভালবাসার উপমা, আমি তোমাকে গড়ি ভেঙেচুড়ে শতবার"। আপু, আমি খুব খুশি গানটি আমার হাতে আছে। তাহলে গানটি শুনুন।

    বাংলাদেশের রংপুর জেলার খিয়ার পাড়া গ্রামের মো: রুহুল আমিন আমাদের অনুষ্ঠানে শিল্পী অভিজিত্-এর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি অভিজিত্-এর গাওয়া একটি গান শোনাচ্ছি। গানের নাম কি আশায় বাঁধি খেলা ঘর। আশা করি, সবাই পছন্দ করবেন।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার নাজরুল ইসলাম আমাদের অনুষ্ঠানে তাঁর পছন্দের একটি গান শুনতে চেয়েছেন। গানের নাম মুছে যাওয়া দিনগুলি। গায়ক হচ্ছেন সবার প্রিয় শিল্পী হেমন্ত মুখার্জী। আচ্ছা, আর কথা বাড়াবো না। সবই মিলে গানটি শুনি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, সময় এত তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু কথা যেন শেষ হতে চায় না। তবুও মধুর সব গানের সুরের ভেতর দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কোন গানটি শুনতে চান, আমাকে অবশ্যই লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)