v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-06 19:22:40    
হেই লোংচিয়াং প্রদেশের ১২০০ চিকিত্সক তৃণমূল পর্যায়ে বাধ্যতামূলকভাবে সেবা দিচ্ছেন

cri
    হেই লোংচিয়াং প্রদেশের ১২০০ চীনা বিশেষজ্ঞ চিকিত্সক "চীনা চিকিত্সকঃ চীন ভ্রমণ"কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি এবং গ্রামে গিয়ে জনগণের স্বার্থে সরাসরি বাধ্যতামূলক সেবা দিচ্ছেন।

    খবরে জানা গেছে, এবারের কার্যক্রম এক মাস ধরে চলবে। হেই লোংচিয়াং প্রদেশের এক'শরও বেশী চীনা চিকিত্সা সংস্থার প্রায় ২০ হাজারেরও বেশী চিকিত্সক এ কার্যক্রমে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১২০০ বিশেষজ্ঞ চিকিত্সক বাধ্যতামূলকভাবে চিকিত্সা সেবা দিচ্ছেন এবং ঔষুধপত্র প্রদান করছেন। ৪০ হাজার পরিবারের প্রায় এক লাখ ২০ হাজার লোক এতে উপকৃত হবেন।

    হেই লোংচিয়াং প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক লিন বিন বলেছেন, এবারের কার্যক্রমের উদ্দেশ্য হলো চীনা চিকিত্সা সেবা সম্প্রসারণ করা। চীনা চিকিত্সার রয়েছে দীর্ঘ ইতিহাস ও বিজ্ঞানসম্মত তত্ত্ব। এর বিশেষ পদ্ধতি এবং সুষ্ঠু চিকিত্সা কার্যকরিতাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া। ফলে চীনা চিকিত্সা আরো ব্যাপকভাবে গ্রামাঞ্চলে, কমিউনিটিতে এবং জনগণের পরিবারে সেবার নিদর্শন হয়ে উঠবে।

    *সিছুয়ান প্রদেশের কৃষি শিল্পের উন্নয়ন সংক্রান্ত এক সম্মেলন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে সিছুয়ান প্রদেশ সাহায্যের পরিমাণ বাড়িয়ে "প্রত্যিটিগ্রামে একটি বিশেষ পণ্য" কার্যক্রম চালাচ্ছে। এ পর্যন্ত সারা প্রদেশের"প্রত্যিটি গ্রামে একটি বিশেষ পণ্য"কার্যক্রমের আওতায় বিশেষ গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫৫-এ।

    খবরে জানা গেছে, বর্তমানে সিছুয়ান প্রদেশের প্রত্যিটি গ্রামে একটি বিশেষ পণ্যের বৈশিষ্ট হিসেবে মত্স্যচাষ শিল্প এবং ফল ও সবজির চাষ শিল্প থেকে কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ এবং কৃষি সংক্রান্ত সেবা শিল্পের সম্প্রসারণ করে যাচ্ছে।

  "প্রত্যিটিক গ্রামে একটি বিশেষ পণ্য"কার্যক্রম প্রথমে জাপানে শুরু হয়। গত শতাব্দীর আশির দশকে চীনে এ কার্যক্রম চালু হয়। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে একটি গ্রামকে ভিত্তি করে বাজারের চাহিদা ও নিজের সুবিধার কথা বিবেচনা করে যার যার বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের উন্নয়ন করা হয়। (লিলি)