|
|
(GMT+08:00)
2007-10-06 19:05:19
|
বেনাজিকে দুর্নীতি থেকে রেহাই দিয়ে মুশাররফের অধ্যাদেশ
cri
গত ৫ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির জন্যে একটি সমঝোতামূলক চুক্তি সাক্ষর করেছেন। পরে ঐ চুক্তিটিই আইনী বৈঠতা দিতে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। মন্ত্রীসভার অনুমোদনের পর পার্লামেন্টেপারভেজ মুশাররফ অধ্যাদেশটিতে স্বাক্ষর করেন। অধ্যদেশ অনুযায়ী ১৯৮৮ থেকে ৯৯ সাল পযর্ন্ত দুর্নীতি দায়ে অভিযুক্ত সকল রানীতিবিদ, আমলা ও ব্যাংকারকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ অধ্যাদেশে বেনাজির সকল দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলে ও নেওয়াজ শরীফ তা পাননি।
|
|
|