চীনের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, নগরায়নের মানের দিক দিয়ে চীনা নগরীগুলোর মধ্যে শাংহাইয়ের অবস্থান শীর্ষ।
উল্লেখ্য, ২০০৬ সালে চীনে নগরবাসীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। এই সংখ্যা সারা দেশের মোট জনসংখ্যার ৪৪ শতাংশ। শাংহাই ইতোমধ্যেই নগরায়নের দিক দিয়ে ৮৮.৭ শতাংশ মান পূরণ করেছে। এরপরের অবস্থান পেইচিং এবং থিয়ানচিনের। কুইচৌ এবং তিব্বতে শহরায়নের মান কিছুটা নিম্ন। (লিলি)
|